তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

কিভাবে সাইটে ভিজিটর বাড়ানো যায়



আজকের টিপস কিভাবে ব্লগে বা সাইটে ভিজিটর বাড়ানো যায় ৷ ভিজিটর বাড়াতে চাইলে আপনাকে অনেক পরিশ্রম ও ধৈর্যশীল হয়ে এগুতে হবে ৷ আপনার ওয়েবসাইটের জন্য প্রচুর পরিমাণে ট্রাফিক বয়ে আনতে গেলে আপনার ওয়েবসাইটটিকে প্রধান বা জনপ্রিয় কোন সাইটের পেজে যায়গা করে দিতে হবে । আর এজন্য আপনার  লেখাটি অবশ্যই খুব দৃষ্টি নন্দন এবং আকর্ষনীয় হতে হবে। পুরাতন খবর বাদ দিয়ে আপনাকে অবশ্যই নতুন এবং আপডেট খবর নিয়ে লিখতে হবে৷  এছাড়াও ভিজিটর বাড়াতে গেলে আরো কিছু কাজ করতে হবে যা নিচে ধারাবাহিক ভাবে আলোচনা করা হলো ৷

জেনে নিন ওয়াইফাই (WIFI) এর ক্ষতিকর দিক সমূহ কি কি



বর্তমান যুগে  ইন্টারনেট ছাড়া জীবন ভাবাই যায়না । আর ওয়াইফাই এর কারনে তা আরও হাতের মুঠোয় এসে পৌছে গেছে। কিন্তু আমরা জানি কী এই ওয়াইফাই আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর ? ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারে  আমাদের শরীরে কী এর কোন প্রভাব  পড়ে না ? এর ব্যবহারে অবশ্যই মানব শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর কারণ হিসেবে যেটা বলা যায়-  কোনো ডিভাইস এর সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে হলে কেবল বা তার  লাগে না। WLAN এর মাধ্যমে তা কানেক্ট করা হয়। আর এই WLAN সিগন্যাল বা ইলেক্ট্র ম্যাগনেটিক ওয়েভ মানব শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। বরং এর কারনে মানব শরীরের বৃদ্ধি ব্যহত হয়। সম্প্রতি এমনই দাবি করেছেন এক ব্রিটিশ হেলথ্ এজেন্সি। আর শুধু প্রাণী নয়, উদ্ভিদও এর ক্ষতিকর  প্রভাব থেকে বাঁচতে পারে না।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট ( Google Adsense Account ) খুলবেন

আজকে দেখাবো কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন ৷ যারা ব্লগে লেখালেখি করেন তারা কমবেশি সবাই গুগল এডসেন্স সম্পর্কে জানেন ৷ গুগল এডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপণ দেখিয়ে আয় করা যায় ৷ আগে বাংলা সাইট গুগল এডসেন্স এপ্রুভ করতো না ৷ তাই বাংলাদেশীরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিল ৷ কিন্তু বর্তমানে গুগল এই সুবিধা চালু করেছে বাংলা সাইটের জন্য ৷ তাই আপনার যদি কোন বাংলা সাইট বা ব্লগ থাকে তাহলে আপনিও গুগল এডসেন্স একাউন্ট খুলে আয় করতে পারেন ৷ কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো -

জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত শব্দের পূর্ণ রুপ


আজ শীতের হালকা আমেজে জানাই আপনাদের রজনী গন্ধার শুভেচ্ছা ৷ কেমন আছেন এই শীতের দিনে ? সর্দি কাশি কিংবা জ্বর হতে নিজেকে সেভ রাখতে অবশ্যই কাথা বা কম্বলের নিচে বসে বসে বা শুইয়ে শুইয়ে মোবাইল চাপতেছেন ৷ তাই এ সময় কিছু দরকারি কথা বা শব্দ জেনে নিন যেসব শব্দ প্রতিদিন আমরা কোথাওনা কোথাও দেখে থাকি ৷ আর তাই দেরি না করে আজকে জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ ৷

কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ


কেমন আছেন এই শীতের দিনে ? সর্দি কাশি কিংবা জ্বর হতে নিজেকে সেভ রাখতে অবশ্যই কাথা বা কম্বলের নিচে বসে বসে বা শুইয়ে শুইয়ে মোবাইল টিপতেছেন ৷ তাই এ সময় কিছু কম্পিউটার ও ইন্টারনেটে ব্যবহৃত  দরকারি কথা বা শব্দ জেনে নিন যেসব শব্দ প্রতিদিন আমরা কোথাওনা কোথাও দেখে থাকি ৷
জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ ৷

কিভাবে জিমেইল একাউন্ট (Gmail Account) ডিলিট করবেন



কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভালো আছেন ৷ আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা টিপস যা অনলাইনের সাথে জড়িত সবার কাজে লাগবে ৷ আজকের টিপস কিভাবে আপনার অব্যবহৃত জিমেইল একাউন্ট ডিলিট করবেন বা মুছে ফেলবেন ৷ কারন অনেকে একাধিক জিমেইল একাউন্ট ব্যবহার করেন ৷ আবার অনেক সময় কোন জিমেইল একাউন্ট বা গুগল প্লাস বা ব্লগার ব্লগ ব্যবহারের প্রয়োজন হয়না ৷ তখন সেটা ডিলিট করাই সবচেয়ে ভালো ৷ তাই আজকের টিপস কিভাবে আপনার জিমেইল একাউন্ট ডিলিট করবেন ? চলুন শুরু  করা যাক.....

কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন



আপনারা সবাই জানেন ইউটিউব সবচেয়ে বড় এবং জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ৷ এ সাইটে অসংখ্য ভিডিও আপলোড হয় প্রতিদিন ৷ এরপর ভিজিটররা তা প্লে করে দেখেন ৷ কিন্তু ডাউনলোড করার উপায় খুজে পান না ৷ তাই আজকের টিপস কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন ?

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার বেশ কয়েকটি উপায় রয়েছে। যেমন অনলাইন টুলস এর সাহায্যে, লিংক চেঞ্জ এর মাধ্যমে অথবা সফটওয়্যার এর মাধ্যমে। কিন্তু তার মধ্যে সহজ উপায় আমি আপনাদের জানাব। তো চলুন শুরু করা যাক।

কিভাবে ব্যান্ড (Banned) হওয়া সাইট রিকোভার করবেন






আজকের টিপস কিভাবে আপনি গুগল কর্তৃক ব্যান হওয়া সাইটকে আবার গুগল ইনডেক্স এ নিয়ে আসবেন ৷ অর্থাৎ আপনার সাইট যদি গুগল সার্চ ইঞ্জিনের ব্লাক লিষ্টে ঢুকে যায় তাহলে তা কিভাবে আবার রিকোভার করে ইনডেক্স করাবেন ৷ কারন আপনার সাইট ব্লাক লিষ্টে ঢুকে গেলে আপনি ভিজিটর হারাবেন আর এতে অনেক ক্ষতি হয়ে যাবে ৷

সবার আগে নিচের লিংক থেকে জেনে নিন আপনার সাইটে কি ধরনের সমস্যা হয়েছে যার কারনে গুগল ব্যান্ড করে দিল বা ব্লাকলিষ্টে ঢুকালো ৷

https://sitecheck.sucuri.net



জেনে নিন বাংলাদেশী এড নেটওয়ার্ক সাইট এর তালিকা






কেমন আছেন আপনারা সবাই ? আজ আমি আপনাদের ব্লগ থেকে আয় করার উপায়ের কথা বলবো । আমরা যারা ব্লগ থেকে আয় করি তারা অবশ্যই কোন না কোন এড নেটওয়ার্ক এর সাথে জরিত। এড নেটওয়ার্ক কি টা অবশ্যই জানেন।

আমি কথা বলবো আজ বাংলাদেশী এডনেটওয়ার্ক সাইট নিয়ে । আমাদের দেশে ও বেশ কয়েকটি এড নেটওয়ার্ক সাইট চালু হয়েছে এবং মোটামুটি পেমেন্ট দিচ্ছে, তাও আবার বিকাশে কিংবা মোবাইল ফ্লেক্সিলোডে। কাজেই যাদের একটা ব্লগ বা ওয়েবসাইট আছে তারা অনায়াসেই বাড়তি কিছু ইনকাম করতে পারেন। আর এসব সাইট ব্যানার এড, পপ এড, ওয়ার্ড এড, রেফারেল ইত্যাদির মাধ্যমে আয়ের ব্যবস্থা রেখেছে।


কিভাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন






আপনারা যারা জিমেইলের পাসওয়ার্ড অনেকদিন থেকে পরিবর্তন করতে পারছেন না তাদের জন্য আজকের এই টিউনটি। আশারাখি আপনাদের কাজে লাগবে। এজন্য আপনাদের যা করতে হবে -

ধাপ -১। প্রথমে আপনার জিমেইলে বর্তমান পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বা Sign in করুন। আর এজন্য নিচের লিংকে লিংকে ক্লিক করুন

www.gmail.com

ধাপ -২। Sign in করার পর ডান পাশে কোনে দেখুন Settings Button দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।

কিভাবে ডোমেইন কিনবেন এবং কোথায় কিনবেন







আজকে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশী ডোমেইন কোম্পানির নামের তালিকা নিয়ে। এসব কোম্পানি থেকে ডোমেইন কিনলে পেমেন্ট এবং রিনিউ বাংলাদেশি টাকায় করতে পারবেন Bkash কিংবা Mobile Banking এর মাধ্যমে। ডোমেইন কিনতে চাইলে আর ডলার কিংবা ক্রেডিট কার্ড এর দরকার নেই। যাই হোক এবার মুল আলোচনায় আসি-

ডোমেইন কিনার জন্য প্রথমেই আপনাকে যেকোনো হোস্টিং কোম্পানির সাইটে যেতে হবে। হোস্টিং কোম্পানির সাইটে গিয়ে ডোমেইন বিভাগে যান। এরপর সেখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশন অপশন টিতে যান। এবার আপনি যেই নামে ডোমেইন কিনতে চান তা দিয়ে লুকআপ বা সার্চ করুন।

ডোমেইন কেনার আগে যেসব বিষয় জানতে হবে






কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো আপনি যদি ডোমেইন কিনতে চান তাহলে Domain কেনার আগে কি কি বিষয় ভেবে দেখবেন কিংবা কি কি জানতে হবে?

প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কারনে ওয়েব সাইটের প্রয়োজন হয়। না বুঝে Domain কিনলে আপনি পরর্বতি সময়ে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন না। ফলে অর্থ ও সময় দুই নষ্ট হবে । তাই Domain ক্রয় করার আগে ভালোভাবে জেনে নিবেন ।

১. ডোমেইন হচ্ছে আপনার সাইটের পরিচয় অতএব সবদিক ভেবে চিন্তে সুন্দর একটি নাম সিলেক্ট করুন। এসইও নির্ভর কিছু করতে চাইলে কিওয়ার্ডকে গুরুত্ব দিয়ে নাম বাছাই করুন।

হোস্টিং (Hosting) কিনতে হলে যেসব বিষয় জানা অতি জরুরী







আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোস্টিং কেনার আগে আপনাদের কি কি বিষয় জানা থাকা জরুরী বা জানতে হবে :


১. বাজেট:
প্রত্যেকেরই একটা আনুমানিক বাজেট থাকে যার মধ্যে সে হোস্টিং কিনবে। একই সাথে ভাল মানের এবং কম টাকার মধ্যে কিনতে হলে অবশ্যই আপনাকে বাজার ঘুরে দেখতে হবে। আপনার বাজেট নির্ধারণ অবশ্যই বাস্তব সম্মত হতে হবে।একটা কথা মনে রাখতে হবে যেমন টাকা পে করবেন তেমন সার্ভিস পাবেন। আপনি যেমন ডিমের দামে মুরগী পাবেন না তেমনি হোস্টিং এর ক্ষেত্রেও তাই প্রযোজ্য। একটা ডেডিকেটেড সার্ভারের প্রাইস ১৫০-৫০০ ডলার প্রতি মাসে। এখন আপনি যদি ৫০ জিবি স্পেস ২ ডলার মাসে চান তাহলে আপনাকে ডাউনটাইম, সাইট স্লো লোডিং এসব বিষয় সহ্য করতে হবে।

ডাউনলোড করুন Grameen Phone মডেমের জন্য USSD মেনু সফটওয়্যার






আজকে ছোট্ট একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আপনাদের মধ্যে যারা গ্রামীনফোনের পুরাতন মডেম ব্যবহার করেন তারা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন না কম্পিউটার দিয়ে । ব্যালেন্স চেক করতে গেলে মডেম খুলে সিমটা মোবাইলে ঢুকাতে হয় । এরপর ব্যালেন্স চেক করতে পারেন । কিন্তু আপনি ইচ্ছা করলে সিম না খুলেই ব্যালেন্স জানতে পারবেন । এজন্য ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আপনার পিসিতে । 


কিভাবে youtube থেকে সহজে ভিডিও ডাউনলোড করবেন







ইউটিউব থেকে টপাটপ গান বা ভিডিও ডাউনলোড করতে পারছেন না ? ডাউনলোডার দিয়ে ডাউনলোড দিতে সময় ব্যয় করতে হচ্ছে ?
তবে আর নয়, এখন অনেক সহজেই ডাউনলো়ডার ছাড়া আপনি গান বা ভিডিও মুহূর্তেই ডাউনলোড করতে পারবেন। কিন্তু কী ভাবে ? আসুন জেনে নিই।

১। প্রথমে ইউটিউবে যান। সেখানে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে ওপেন করুন।

কিভাবে আপনি Unwanted website block করবেন

আমরা অনেকেই ইন্টারনেটে নানান ওয়েবসাইটে ঘুরাঘুরি করি। এ সময় নানান অপ্রয়োজনীয় ওয়েবসাইট আমাদের সামনে প্রায়ই হাজির হয়। যার ফলে আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ অযথা খরচ হয়। আমরা চাইলেই এই সব ওয়েবসাইটগুলোকে আমাদের পিসিতে ব্লক করে রাখতে পারি। এজন্য কোন সফটওয়্যার ব্যবহারের দরকার নেই। ছোট একটা ট্রিকস ব্যবহার করে সেটা আপনিও পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে ১. প্রথমে Start – Run এ যান। ২. এবার c:windowssystem32driversetchosts টাইপ করুন। ৩. Notepad সিলেক্ট করে OK বাটনে ক্লীক করুন।৪. সেখানে দেখবেন 127.0.0.1 localhost লেখা আছে। ৫. তার ঠিক নিচে 38.25.63.10 Your Website link টি টাইপ করুন / পেষ্ট করে দিন। ৬. এবার Your Website link টির জায়গায় যে ওয়েবসাইটটি ব্লক করতে চান সেটি টাইপ করুন।যেমন ধরুনঃ আপনি facebook ব্লক করতে চান তাহলে লিখুন 38.25.63.10 facebook.com৭. এবার File – Save এ ক্লীক করুন। ৮. আপনার ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। দেখুন আর ঐ ওয়েবসাইটে ঢুকা যাচ্ছে না।৯. এভাবে আপনি একাধিক ওয়েবসাইট ব্লক করতে পারবেন। ১০. আপনি চাইলেই লিষ্ট থেকে নাম মুছে দিয়ে সেই ওয়েবসাইটটিকে আনব্লক করতে পারবেন। কোন সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে মতামত করে জানাতে পারেন .. ধন্যবাদ

'জাতীয় বেতন স্কেল ২০১৫' অনুযায়ী বেতন নির্ধারন (Fixation) পদ্ধতি

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গেজেট অনুসারে বেতন নির্ধারন করতে হবে অনলাইনে ! এজন্য সরকারি ভাবে একটি ওয়েব সাইট খোলা হয়েছে ! এই সাইটে ঢুকে বেতন নির্ধারন করতে হলে ভোটার আইডি কার্ড ও চাকুরি বহির বিভিন্ন তথ্য লাগবে, যেমনঃ প্রথম যোগদানের তারিখ, প্রথম কর্মস্থল,পদবি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড সংখ্যা, পিপি, ৩০ জুন ১৫ তারিখে মূল বেতন, পূর্বের গ্রেড, নুতন গ্রেড! এছাড়া মন্ত্রনালয়, পরিদপ্তর, প্রতিষ্ঠান বা অফিস, হিসাব রক্ষন অফিস, ক্যাডারের ক্ষেত্রে পরিচিতি নং লাগবে! সব জেনে এখান থেকে ফিক্সেশন করুন http://payfixation.gov.bd

বাংলায় Programing শেখা যাবে এমন site এর list

আজকে শেয়ার করবো কিভাবে ইন্টারনেটে প্রোগ্রামিং শিখবেন ? আসলে অনলাইনে শিখতে চাইলে প্রচুর সাইট, ব্লগ এবং ফোরাম ঘুরতে হবে ! তাছাড়া বাংলায় এরকম প্রোগ্রামিং সাইট খুব কম ! তারপরও খুব ভাল মানের স্বনামধন্য কয়েকটি সাইটের এড্রেস দিচ্ছি ! আপনার কাজে আসলে শ্রম স্বার্থক হবে ! http://www.techtunes.com.bd http://www.tunerpage.com http://www.pchelplinebd.com http://rrfoundation.net http://techtweets.com.bd http://answerglobe.com http://www.bigganprojukti.com http://www.techmasterblog.com

কিভাবে GP eCare একাউন্ট খুলবেন




ইন্টারনেটের মাধ্যমে আপনার eCare অ্যাকাউন্টে Login করে এখন থেকে নিজেই আপনি আপনার Value added সার্ভিসগুলো চালু কিংবা বন্ধ করতে পারবেন খুব সহজে । তাছাড়া সিমের Package পরিবর্তন, Balance যাচাই, কল লিস্ট দেখা, welcome tune সেট কিংবা বন্ধ করা, FnF নম্বর দেখা ও পরিবর্তনসহ বহু অপশন পাবেন eCare পোর্টালে। এবার আসুন দেখি কিভাবে খুলবেন আপনার eCare অ্যাকাউন্ট।
1. রেজিস্ট্রেশনের জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন
https://webserv.grameenphone.com/ecare/faces/GpUserRegistration.jsp?

2. এরপর eCare এর পেজে আপনাকে তথ্য পূরণ করতে বলবে।

*প্রথম বক্সে আপনার মোবাইল নং লিখুন (০১৭ বাদ দিয়ে )।
*দ্বিতীয় বক্সে আপনার নাম লিখুন ।
*তৃতীয় বক্সে আপনার ইমেইল এড্রেস দিন ।

এবার নিচের ছোট বক্সটিতে টিক চিহ্ন দিয়ে Create my account লেখায় ক্লিক করুন ।

3. সব কিছু ঠিক ঠাক থাকলে আরেকটি নতুন পেজ আসবে এবং আপনার মোবাইলে একটি SMS যাবে, মেসেজ এ আপনাকে একটি Password দেয়া হবে।

4. এবার আপনার মোবাইল নম্বর (88017XXXXXXXX) ও মোবাইলে SMS এ আসা Password দিয়ে ecare সাইটে Login করুন এবং নিজের ইচ্ছে মত পাসওয়ার্ড সেট করে নিন ।

5. ব্যাস Login হলেই পেয়ে যাবেন মোবাইল কাস্টমাইজ করার সব সুবিধা।

বিঃদ্রঃ প্রতিবার Login হলেই আপনার মোবাইলে একটি সেশন আইডি আসবে। কোন সার্ভিস চালু বা বন্ধ করতে হলে এই সেশন আইডিটি লাগবে। তাই আপনার Password অন্য কেউ জেনে গেলেও সে আপনার কোন সার্ভিস চালু বা বন্ধ করে দিতে পারবে না।
আজকের মত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

আপডেট নোটঃ বর্তমানে জিপি ইকেয়ার সার্ভিসটি বন্ধ করে দিয়েছে ৷ 



কিভাবে চিরতরে মুছে ফেলবেন Twitter account





আজকে শেয়ার করবো এই টিপসটি। আমরা অনেক সময় সামাজিক মাধ্যমগুলোতে একাধিক একাউন্ট খুলে থাকি। কিন্তু পরবর্তিতে সব একাউন্ট চালানো সম্ভব হয় না। তখন তা ডিলিট বা ডিয়েক্টিভেট করার দরকার পড়ে। তাই আজকে দেখাবো কিভাবে টুইটার একাউন্ট মুছে ফেলা যায়।

* প্রথমে আপনি আপনার টুইটার একাউন্ট এ log in করুন।

* আপনার profile icon এ ক্লিক করুন (আপনার টুইটার একাউন্ট এর ছবি বা ছবির মত দেখতে এমন জায়গায়)।

* Drop-down menu থেকে Settings মেনু ক্লিক করুন।

* এবার scroll করে নিচের দিকে নামুন, Deactivate my account লেখা দেখতে পাবেন সবার শেষে।

* Account deactivation information ভালো ভাবে পড়ুন।

* অত:পর Deactivate লেখায় ক্লিক করুন।

* আপনার username এবং password লিখুন যেখানে যেটা চায়।

* সবশেষে Confirm করুন বা Ok করুন।

* ৩০ দিনের মধ্যে আপনি চাইলে আবার আপনার একাউন্ট এ লগ ইন করতে পারবেন।

* কিন্তু ৩০দিন পর আর একাউন্ট এ ঢুকতে পারবেন না।

আপনার টুইটার একাউন্ট চিরতরে মুছে ফেলা হবে।