বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া জীবন ভাবাই যায়না । আর ওয়াইফাই এর কারনে তা আরও হাতের মুঠোয় এসে পৌছে গেছে। কিন্তু আমরা জানি কী এই ওয়াইফাই আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর ? ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারে আমাদের শরীরে কী এর কোন প্রভাব পড়ে না ? এর ব্যবহারে অবশ্যই মানব শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর কারণ হিসেবে যেটা বলা যায়- কোনো ডিভাইস এর সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে হলে কেবল বা তার লাগে না। WLAN এর মাধ্যমে তা কানেক্ট করা হয়। আর এই WLAN সিগন্যাল বা ইলেক্ট্র ম্যাগনেটিক ওয়েভ মানব শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। বরং এর কারনে মানব শরীরের বৃদ্ধি ব্যহত হয়। সম্প্রতি এমনই দাবি করেছেন এক ব্রিটিশ হেলথ্ এজেন্সি। আর শুধু প্রাণী নয়, উদ্ভিদও এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে পারে না।
Showing posts with label কম্পিউটার. Show all posts
Showing posts with label কম্পিউটার. Show all posts
বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া জীবন ভাবাই যায়না । আর ওয়াইফাই এর কারনে তা আরও হাতের মুঠোয় এসে পৌছে গেছে। কিন্তু আমরা জানি কী এই ওয়াইফাই আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর ? ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারে আমাদের শরীরে কী এর কোন প্রভাব পড়ে না ? এর ব্যবহারে অবশ্যই মানব শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর কারণ হিসেবে যেটা বলা যায়- কোনো ডিভাইস এর সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে হলে কেবল বা তার লাগে না। WLAN এর মাধ্যমে তা কানেক্ট করা হয়। আর এই WLAN সিগন্যাল বা ইলেক্ট্র ম্যাগনেটিক ওয়েভ মানব শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। বরং এর কারনে মানব শরীরের বৃদ্ধি ব্যহত হয়। সম্প্রতি এমনই দাবি করেছেন এক ব্রিটিশ হেলথ্ এজেন্সি। আর শুধু প্রাণী নয়, উদ্ভিদও এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে পারে না।
আজ শীতের হালকা আমেজে জানাই আপনাদের রজনী গন্ধার শুভেচ্ছা ৷ কেমন আছেন এই শীতের দিনে ? সর্দি কাশি কিংবা জ্বর হতে নিজেকে সেভ রাখতে অবশ্যই কাথা বা কম্বলের নিচে বসে বসে বা শুইয়ে শুইয়ে মোবাইল চাপতেছেন ৷ তাই এ সময় কিছু দরকারি কথা বা শব্দ জেনে নিন যেসব শব্দ প্রতিদিন আমরা কোথাওনা কোথাও দেখে থাকি ৷ আর তাই দেরি না করে আজকে জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ ৷
কেমন আছেন এই শীতের দিনে ? সর্দি কাশি কিংবা জ্বর হতে নিজেকে সেভ রাখতে অবশ্যই কাথা বা কম্বলের নিচে বসে বসে বা শুইয়ে শুইয়ে মোবাইল টিপতেছেন ৷ তাই এ সময় কিছু কম্পিউটার ও ইন্টারনেটে ব্যবহৃত দরকারি কথা বা শব্দ জেনে নিন যেসব শব্দ প্রতিদিন আমরা কোথাওনা কোথাও দেখে থাকি ৷
জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ ৷
কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভালো আছেন ৷ আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা টিপস যা অনলাইনের সাথে জড়িত সবার কাজে লাগবে ৷ আজকের টিপস কিভাবে আপনার অব্যবহৃত জিমেইল একাউন্ট ডিলিট করবেন বা মুছে ফেলবেন ৷ কারন অনেকে একাধিক জিমেইল একাউন্ট ব্যবহার করেন ৷ আবার অনেক সময় কোন জিমেইল একাউন্ট বা গুগল প্লাস বা ব্লগার ব্লগ ব্যবহারের প্রয়োজন হয়না ৷ তখন সেটা ডিলিট করাই সবচেয়ে ভালো ৷ তাই আজকের টিপস কিভাবে আপনার জিমেইল একাউন্ট ডিলিট করবেন ? চলুন শুরু করা যাক.....
কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভাল আছেন । বরাবরের মত আজকেও মজার একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজ আমি দেখাবো কিভারে নাম ছাড়া বা নামবিহীন ফোল্ডার বানাবেন ?
· * প্রথমে একটা নতুন ফোল্ডার খুলুন । এজন্য যে কোন ফাকা জায়গায় মাউস পয়েন্টার রেখে ডান বাটন চেপে New লেখাতে এনে Folder ক্লিক করুন ।
· * এখন নুতন ফোল্ডার তৈরি হবে এবং নাম এর জায়গায় New Folder দেথতে পাবেন । এ যায়গায় আপনি একটা নতুন নাম দিতে পারবেন। কিন্ত কোন কিছু লিথবেন না ।

আমরা সবাই জানি কম্পিউটার চালু করতে হলে সিপিইউ এর পাওয়ার বাটনে চাপ দিতে হয়। কিন্তু কোনো কারণে যদি কম্পিউটারের সিপিইউ পাওয়ার বাটন হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটারটি অচল হয়ে পড়ে। তাই আজকের টিপস কিভাবে এ ধরনের সমস্যায় পড়লে সিপিইউ পাওয়ার বাটন ছাড়া সহজেই কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করবেন ৷ আর এজন্য আপনাকে যা যা করতে হবে -
* প্রথমে power button চেপে আপনার পিসি অন করুন
* এরপর কম্পিউটার চালু হচ্ছে এ অবস্থায় কিবোর্ড থেকে Delete বাটন চেপে ধরুন ।
* কিছুক্ষণের মধ্যে মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Power Management Setup চাপ দিন ৷
আমরা অনেকেই কোন পরিকল্পনা ছাড়াই হার্ড ডিস্কে তথ্য রাখি এলোমেলোভাবে। তাই হার্ড ডিক্স ভরে যেতে বেশি দেরি হয় না। যখনই হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ ভরে যায় তথনই উইন্ডোজ Low disk Space মেসেজটি দেখায়, যা খুবই বিরক্তিকর । তাই আসুন আজকে কিভাবে এই Low disk Space মেসেজটিকে বন্ধ করতে পারি সেটা নিয়ে লিখছি ।
এজন্য আপনাকে যা যা করতে হবে-
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার HKEY_CURRENT_USER >> Software >> Microsoft >> Windows >> CurrentVersion >> Policies >> Explorer এ যান ।
৩। এবার সেখানে NoLowDiskSpaceChecks নামে কোন ডিওয়ার্ড ভ্যালু আছে কিনা সেটা দেখুন । যদি না থাকে তাহলে খালি অংশে মাউসের রাইট বাটন ক্লিক করে NoLowDiskSpaceChecks নামে একটি ডিওয়ার্ড ভ্যালু তৈরি করে নিন ।
৪। এবার ডিওয়ার্ড ভ্যালুটির উপর ডাবল ক্লিক করে মাণ ১ (এক)সেট করে দিন ।
৫। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন । এরপর থেকে Low disk Space মেসেজটি আর আপনাকে ডিস্টার্ব করবে না ।
তো আজকে আর কথা বাড়াচ্ছি না । ভাল থাকবেন সবাই
এজন্য আপনাকে যা যা করতে হবে-
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার HKEY_CURRENT_USER >> Software >> Microsoft >> Windows >> CurrentVersion >> Policies >> Explorer এ যান ।
৩। এবার সেখানে NoLowDiskSpaceChecks নামে কোন ডিওয়ার্ড ভ্যালু আছে কিনা সেটা দেখুন । যদি না থাকে তাহলে খালি অংশে মাউসের রাইট বাটন ক্লিক করে NoLowDiskSpaceChecks নামে একটি ডিওয়ার্ড ভ্যালু তৈরি করে নিন ।
৪। এবার ডিওয়ার্ড ভ্যালুটির উপর ডাবল ক্লিক করে মাণ ১ (এক)সেট করে দিন ।
৫। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন । এরপর থেকে Low disk Space মেসেজটি আর আপনাকে ডিস্টার্ব করবে না ।
তো আজকে আর কথা বাড়াচ্ছি না । ভাল থাকবেন সবাই
এজন্য যা করতে হবে
*প্রথমে আপনি আপনার Start Menu তে যান,
*এরপর Control Panel এ যান
*View by: Category এখানে ক্লিক করে Small icons সিলেক্ট করে দিন। এখান থেকে দেখুন AutoPlay নামে একটি অপশন আছে
*সেখানে ক্লিক করুন,
*এখানে Use AutoPlay for all media and devices নামের উপরের টিকটি উঠিয়ে দিয়ে Save করুন, তাহলেই বন্ধ হয়ে যাবে, এরপর ট্রাই করুন, ইউএসবি পোর্টে কিছু দিয়ে, দেখুন আর অটোপ্লে আসছে না।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, পরবর্তী পোষ্ট নিয়ে খুব তারাতারি আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন সাথেই থাকুন।
খুব সহজে পেনড্রাইভের অটোরান বন্ধ করতে পারবেন আর সেজন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করুন ! অতঃপর gpedit.msc লিখে ok ক্লিক করুন বা এন্টার চাপুন। যে উইন্ডোটি আসবে সেটিতে User configuration-এর বাম পাশের (+) এ ক্লিক করে Administrative Templates-এর বাম পাশের (+) এ ক্লিক করুন। তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে। সেটিতে ডাবল ক্লিক করে Enable নির্বাচন করে Turn off Autoplay on অংশে All drives নির্বাচন করে ok করে বেরিয়ে আসুন। তাহলে কাজ শেষ !
আমরা অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই এ নিয়ে টেনশন করে। কিন্তু এটা আসলেই কোন ভাইরাস নয়, এটা একটি "VBS Script" ! shortcut virus রিমুভের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। আর সহজ এ কাজ মাত্র ১ মিনিটেই করতে পারবেন ! তো কথা না বাড়িয়ে কাজে আসি....
প্রথমে আপনার কম্পিউটার এর
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। ব্যাস হয়ে গেল সুরক্ষা বেষ্টনি !
এবার কারো পেনড্রাইভের shortcut virus আর আপনার কম্পিউটারে ঢুকবে না।
প্রথমে আপনার কম্পিউটার এর
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। ব্যাস হয়ে গেল সুরক্ষা বেষ্টনি !
এবার কারো পেনড্রাইভের shortcut virus আর আপনার কম্পিউটারে ঢুকবে না।
শর্টকার্ট ভাইরাস ডিলিট করতে যা করবেনঃ
১.কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২.PROCESS ট্যাবে যান।
৩.এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪.End Process এ ক্লিক করুন।
৫.এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬.সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭.wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮.যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯.এখন RUN এ যান।
১০.wscript.exe লিখে ENTER চাপুন।
১১.Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস হয়ে গেল কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত !
১.কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২.PROCESS ট্যাবে যান।
৩.এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪.End Process এ ক্লিক করুন।
৫.এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬.সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭.wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮.যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯.এখন RUN এ যান।
১০.wscript.exe লিখে ENTER চাপুন।
১১.Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস হয়ে গেল কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত !
আপনার পেন ড্রাইভ থেকে শর্টকাট রিমুভ করতে চাইলে Run এ যান ! অতঃপর কমান্ড প্রোম্ট চালু করুন ! এজন্য CMD লিখে ইন্টার দিন ! এবার নিচের কমান্ডটুকু রান করান।
attrib -h -r -s /s /d g:\*.*
এখান থেকে "g" এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার দেবেন। কাজ হওয়ার পর কোন মেসেজ দেবে না শুধু আরেকটা নতুন কম্যান্ড লাইন ওপেন হবে। তারপর আপনার পেন ড্রাইভে গিয়ে দেখবেন আপনার ফাইল গুলো ঠিক হয়ে গেছে। সব গুলো ফাইল কপি করে পেন ড্রাইভ ফরমেট করুন। ব্যাস কাজ শেষ...
attrib -h -r -s /s /d g:\*.*
এখান থেকে "g" এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার দেবেন। কাজ হওয়ার পর কোন মেসেজ দেবে না শুধু আরেকটা নতুন কম্যান্ড লাইন ওপেন হবে। তারপর আপনার পেন ড্রাইভে গিয়ে দেখবেন আপনার ফাইল গুলো ঠিক হয়ে গেছে। সব গুলো ফাইল কপি করে পেন ড্রাইভ ফরমেট করুন। ব্যাস কাজ শেষ...
আজকে পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস দুর করার উপায় লিখবো, এ জন্য আপনাকে যা যা করতে হবে :
১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
২. এবার run এ গিয়ে cmd লিখে ইন্টার দিন।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।
১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
২. এবার run এ গিয়ে cmd লিখে ইন্টার দিন।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।
আজ আমি শেয়ার করব কিভাবে পাসওয়ার্ড সুরক্ষিত ফোল্ডার বানাতে হয়
প্রথমে নোটপ্যাড খুলুন , তারপর নিচের কোড কপি করে পেস্ট করুন। অতঃপর file থেকে save as ক্লিক করুন এবং name এর ঘরে Lock.bat লিখুন। এবার save করুন
এখন save করা ফাইলটি ক্লিক করলে password চাবে । password দিয়ে enter চাপুন । my folder নামে একটি folder খুলবে । লক করার সময় Lock ফাইলটি ক্লিক করুন এবং y চেপে enter চাপুন । ব্যাস my folder অদৃশ্য হয়ে যাবে ।
cls
@ECHO OFF
title trickytrickzz.com । এখন save করা
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%==আপনার পাসওয়ার্ড goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End
প্রথমে নোটপ্যাড খুলুন , তারপর নিচের কোড কপি করে পেস্ট করুন। অতঃপর file থেকে save as ক্লিক করুন এবং name এর ঘরে Lock.bat লিখুন। এবার save করুন
এখন save করা ফাইলটি ক্লিক করলে password চাবে । password দিয়ে enter চাপুন । my folder নামে একটি folder খুলবে । লক করার সময় Lock ফাইলটি ক্লিক করুন এবং y চেপে enter চাপুন । ব্যাস my folder অদৃশ্য হয়ে যাবে ।
cls
@ECHO OFF
title trickytrickzz.com । এখন save করা
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%==আপনার পাসওয়ার্ড goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End
সহজ একটা টিপস্ | একবার ডাবল ক্লিক করে পুরো কম্পিউটার Refresh করুন।
এজন্য প্রখমে নোটপ্যাড চালু করুন। এরপর এই কোড গুলি কপি করে আপনার নোটপ্যাডে পেস্ট করুন এবং Refresh.bat নামে সেভ করুন। এখানে
আমার 5টি ড্রাইভ তাই আমি 5টি ড্রাইভ দিয়েছি | আপনাদের যতগুলো ড্রাইভ থাকবে ততগুলো ড্রাইভ দিবেন।
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
G:
tree
ব্যাস কাজ শেষ | এবার উক্ত ফাইলটি ডেস্কটপে রাখুন | ডাবল ক্লিক করুন আর মজা দেখুন | খুব সহজ তাই না |
এজন্য প্রখমে নোটপ্যাড চালু করুন। এরপর এই কোড গুলি কপি করে আপনার নোটপ্যাডে পেস্ট করুন এবং Refresh.bat নামে সেভ করুন। এখানে
আমার 5টি ড্রাইভ তাই আমি 5টি ড্রাইভ দিয়েছি | আপনাদের যতগুলো ড্রাইভ থাকবে ততগুলো ড্রাইভ দিবেন।
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
G:
tree
ব্যাস কাজ শেষ | এবার উক্ত ফাইলটি ডেস্কটপে রাখুন | ডাবল ক্লিক করুন আর মজা দেখুন | খুব সহজ তাই না |

আমরা যারা বাংলাতে অনেক আগে থেকে টাইপিং এর কাজ করি তারা বিজয় কীবোর্ড এ লেখায় অভ্যস্ত । কিন্তু যখন অনলাইনে কাজ করতে হয় তখন অভ্রতে লিখতে হয় । আবার অনেকে বিজয় বাহান্নতে লিখে থাকেন । তবে যারা অভ্রতে বাংলা লিখতে চান তাদেরকে সমস্যায় পড়তে হয় । কারন অভ্রর নুতন ভার্সন গুলোতে বিজয় কীবোর্ড এর লেআউট নেই । যেগুলো আছে যেমন: ন্যাশনাল, প্রভাতি, বর্ননা, ফোনেটিক, অভ্র ইজি , এগুলোতে হঠাৎ করে বর্ন খুজে পাওয়া যায় না । ফলে বিজয় এ লেখায় যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে বাধে যত সব বিপত্তি । তাই আজকে আপনাদের কাছে ইউনি বিজয় লেআউট নিয়ে আসলাম ।
আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন । অত:পর ডাবল ক্লিক করে ইনস্টল করুন । এরপর আপনার পিসি রিস্টার দিন ।
এখন অভ্র চালু করে কীবোর্ড লেআউট দেখুন । সবার শেষে UniBijoy যুক্ত হয়েছে ।
এবার ইউনিবিজয় সিলেক্ট করে টাইপিং করুন । ব্যাস আর কোন ঝামেলা রইলনা ।