তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Showing posts with label কম্পিউটার. Show all posts
Showing posts with label কম্পিউটার. Show all posts

জেনে নিন ওয়াইফাই (WIFI) এর ক্ষতিকর দিক সমূহ কি কি



বর্তমান যুগে  ইন্টারনেট ছাড়া জীবন ভাবাই যায়না । আর ওয়াইফাই এর কারনে তা আরও হাতের মুঠোয় এসে পৌছে গেছে। কিন্তু আমরা জানি কী এই ওয়াইফাই আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর ? ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারে  আমাদের শরীরে কী এর কোন প্রভাব  পড়ে না ? এর ব্যবহারে অবশ্যই মানব শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর কারণ হিসেবে যেটা বলা যায়-  কোনো ডিভাইস এর সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে হলে কেবল বা তার  লাগে না। WLAN এর মাধ্যমে তা কানেক্ট করা হয়। আর এই WLAN সিগন্যাল বা ইলেক্ট্র ম্যাগনেটিক ওয়েভ মানব শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। বরং এর কারনে মানব শরীরের বৃদ্ধি ব্যহত হয়। সম্প্রতি এমনই দাবি করেছেন এক ব্রিটিশ হেলথ্ এজেন্সি। আর শুধু প্রাণী নয়, উদ্ভিদও এর ক্ষতিকর  প্রভাব থেকে বাঁচতে পারে না।

জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত শব্দের পূর্ণ রুপ


আজ শীতের হালকা আমেজে জানাই আপনাদের রজনী গন্ধার শুভেচ্ছা ৷ কেমন আছেন এই শীতের দিনে ? সর্দি কাশি কিংবা জ্বর হতে নিজেকে সেভ রাখতে অবশ্যই কাথা বা কম্বলের নিচে বসে বসে বা শুইয়ে শুইয়ে মোবাইল চাপতেছেন ৷ তাই এ সময় কিছু দরকারি কথা বা শব্দ জেনে নিন যেসব শব্দ প্রতিদিন আমরা কোথাওনা কোথাও দেখে থাকি ৷ আর তাই দেরি না করে আজকে জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ ৷

কি বোর্ডের ফাংশন কি (function key) এর ব্যবহার




শুভ সকাল ৷ আজকে আপনাদের সামনে হাজির হলাম কম্পিউটার কি বোর্ড এর ফাংশন কি এর তথ্য নিয়ে ৷ কি বোর্ড এর সবার উপরের দিকে F1 থেকে F12 পর্যন্তু মোট বারোটি কি বা বাটন থাকে ৷ এগুলোকে বলা হয় ফাংশন কি ৷ এই কিগুলোর প্রত্যেকটির অালাদা অালাদা কাজ রয়েছে ৷ অাজকে কোন কি- কি কাজ করে সে সম্পর্কে লিখছি ৷

কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ


কেমন আছেন এই শীতের দিনে ? সর্দি কাশি কিংবা জ্বর হতে নিজেকে সেভ রাখতে অবশ্যই কাথা বা কম্বলের নিচে বসে বসে বা শুইয়ে শুইয়ে মোবাইল টিপতেছেন ৷ তাই এ সময় কিছু কম্পিউটার ও ইন্টারনেটে ব্যবহৃত  দরকারি কথা বা শব্দ জেনে নিন যেসব শব্দ প্রতিদিন আমরা কোথাওনা কোথাও দেখে থাকি ৷
জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ ৷

কিভাবে জিমেইল একাউন্ট (Gmail Account) ডিলিট করবেন



কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভালো আছেন ৷ আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা টিপস যা অনলাইনের সাথে জড়িত সবার কাজে লাগবে ৷ আজকের টিপস কিভাবে আপনার অব্যবহৃত জিমেইল একাউন্ট ডিলিট করবেন বা মুছে ফেলবেন ৷ কারন অনেকে একাধিক জিমেইল একাউন্ট ব্যবহার করেন ৷ আবার অনেক সময় কোন জিমেইল একাউন্ট বা গুগল প্লাস বা ব্লগার ব্লগ ব্যবহারের প্রয়োজন হয়না ৷ তখন সেটা ডিলিট করাই সবচেয়ে ভালো ৷ তাই আজকের টিপস কিভাবে আপনার জিমেইল একাউন্ট ডিলিট করবেন ? চলুন শুরু  করা যাক.....