তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Showing posts with label অনলাইন আয়. Show all posts
Showing posts with label অনলাইন আয়. Show all posts

কিভাবে প্রশ্ন করে এবং উত্তর দিয়ে টাকা আয় করবেন?


 আজকে আপনাদের সামনে এমন একটা সাইট নিয়ে হাজির হলাম যেখানে প্রশ্ন করে ও উত্তর দিয়ে আপনি আয় করতে পারবেন৷ এজন্য আপনাকে আগে সেই সাইটে গিয়ে নিবন্ধন করে সদস্য হতে হবে৷ নিবন্ধন করতে এখানে  ক্লিক করুন।

সদস্য হলেই আপনার একাউন্টটে ৫০ পয়েন্ট জমা হবে৷ এরপর সদস্য পদ যাচাই বা ইমেইল যাচাই করতে হবে৷ ইমেইল যাচাই বা ভেরিফাইড হয়ে গেলে আপনি ইনকাম করতে পারবেন ৷ এজন্য আপনাকে পয়েন্ট অর্জন করতে হবে৷ প্রতি মাসে আপনার পয়েন্ট ১০০০ হলেই আপনি ১০০ টাকা তুলতে পারবেন৷

পয়েন্ট অর্জন করে টাকা ইনকাম করতে হলে আপনাকে যা যা জানতে হবে- 

* আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করলে পাবেন ১ (এক ) পয়েন্ট৷   

* আপনি কোন প্রশ্নের উত্তর দিলে পাবেন ৫ (পাঁচ) পয়েন্ট৷

* আপনার দেওয়া কোন উত্তর নির্বাচিত হলে পাবেন বোনাস হিসেবে এক পয়েন্ট৷

এভাবে আপনি পয়েন্ট অর্জন করতে করতে যখন আপনার একাউন্টে ১০০০ (এক হাজার) পয়েন্ট জমা হবে তখন আপনি পাবেন ১০০ টাকা ৷ এই টাকা আপনি নিতে পারবেন বিকাশ, নগদ অথবা ফ্লেক্সিলোডের মাধ্যমে ৷ 

বিশেষ দ্রষ্টব্যঃ

আপনি চাইলে দুটি একাউন্ট খুলতে পারেন ৷ একটি থেকে প্রশ্ন করবেন আর অন্যটি থেকে উত্তর দিতে পারবেন ৷ তবে প্রতিটি প্রশ্ন হতে হবে ইউনিক এবং উত্তর দিতে হবে কপি পেস্ট মুক্তভাবে ৷ অর্থাৎ আপনি হুবহু কোন সাইটের লেখা কপি করে দিতে পারবেন না৷ সেক্ষেত্রে সামান্য মোডিফাই করে দিতে হবে৷

টাকা ইনকামের শর্তাবলীঃ

১) প্রতিমাসে কেবল ১ বার ১০০ টাকা পাবেন ৷ প্রতি মাসে ১০০০ এর বেশি পয়েন্ট বা কম পয়েন্ট চলতি মাসে কিংবা পরবর্তী মাসে হিসেবের মধ্যে ধরা হবে না৷

২) শুধু উত্তর দিয়েই পয়েন্ট অর্জন করা যাবে না ৷ প্রশ্ন এবং উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করতে হবে৷ এক্ষেত্রে প্রতিমাসে কমপক্ষে ৫০ টি প্রশ্ন করতে হবে৷

৩) প্রতিটি প্রশ্ন করার জন্য পাবেন ১ পয়েন্ট এবং অন্যের প্রশ্নের উত্তর দিলে পাবেন ৫ পয়েন্ট ৷ এছাড়া মাঝে মাঝে বোনাস পয়েন্ট পাবেন৷

৪) একই মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দুটি একাউন্ট চালালে যেকোন একটি একাউন্টের জন্য টাকা পাবেন৷ দুটি একাউন্টের জন্য টাকা পাবেন না ৷ 

৫) তবে ইচ্ছে করলে আপনি দুটি একাউন্ট চালিয়ে দুটির জন্যই টাকা পেতে পারেন৷ এজন্য - 

* দুটি আলাদা আলাদা ফোন থেকে দুটি একাউন্ট চালাতে হবে ৷ অথবা

* একটি ফোন ও একটি কম্পিউটার থেকে দুটি একাউন্ট চালাতে হবে ৷ অথবা

* একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ এর মাধ্যমে দুটি একাউন্ট চালাতে হবে৷ অথবা

* একটি ল্যাপটপ ও একটি কম্পিউটারের মাধ্যমে দুটি একাউন্ট চালাতে হবে৷ 

৬) প্রতিটি  প্রশ্ন হতে হবে ইউনিক ৷ এছাড়া কোন প্রশ্নে যদি বানান ভুল থাকে বা বিভাগ ভুল থাকে এবং কোন সদস্য সতর্ক করে তাহলে সেই প্রশ্নের জন্য ১ পয়েন্ট, মাস শেষে মোট অর্জিত পয়েন্ট থেকে বাদ দেওয়া হবে৷

৭) প্রতিটি উত্তর দিতে হবে বাংলায় এবং হতে হবে মানসম্মত ও অধিক তথ্যবহুল ৷ এছাড়া - 

* এক কথায় বা সংক্ষেপে কোন প্রশ্নের উত্তর দেওয়া যাবেনা ৷ 

* কোন সাইট থেকে হুবহু কপি করে উত্তর  দেওয়া যাবেনা ৷ 

* একান্তই যদি কপি করার প্রয়োজন হয় তাহলে কিছু কিছু বিষয় বা লাইন পরিবর্তন করে দিতে হবে৷ আর শেষে সূত্র হিসেবে সেই উত্তরটির লিংক দিতে হবে৷ 

৮) আপনার উত্তর দেওয়ার পরে যদি অন্য  কেউ উত্তর দেয় এবং সেটি প্রশ্নকর্তা বা প্রশাসন কর্তৃক সর্বোত্তম হিসাবে নির্বাচিত হয় তাহলে সেই উত্তরের জন্য অর্জিত ৫ পয়েন্ট, মাস শেষে মোট অর্জিত পয়েন্ট থেকে বাদ দেওয়া হবে৷

৯) সদস্য হিসেবে অবশ্যই আপনার ইমেইল যাচাই করে নিতে হবে ৷ এছাড়া - 

* প্রোফাইলে সঠিক মোবাইল নং সহ সব তথ্য দিতে হবে৷ 

* ব্যক্তিগত বার্তা চালু রাখতে হবে এবং দেয়ালপোস্ট চালু রাখতে হবে ৷ 

যাতে প্রশাসন যেকোন সময় যোগাযোগ করতে পারে৷ 

* কোন কিছু বুঝতে সমস্যা হলে বা জানার থাকলে প্রশাসক কে মেসেজ দিয়ে জানাবেন৷ 

১০) এই অফার কেবল সাধারণ সদস্যের জন্য প্রযোজ্য হবে ৷ কোন বিশেষ সদস্য বা প্রশাসনের কেউ এই অফারের আওতায় আসবে না ৷ 

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য৷ 


কিভাবে গুগল এডসেন্স একাউন্ট ( Google Adsense Account ) খুলবেন

আজকে দেখাবো কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন ৷ যারা ব্লগে লেখালেখি করেন তারা কমবেশি সবাই গুগল এডসেন্স সম্পর্কে জানেন ৷ গুগল এডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপণ দেখিয়ে আয় করা যায় ৷ আগে বাংলা সাইট গুগল এডসেন্স এপ্রুভ করতো না ৷ তাই বাংলাদেশীরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিল ৷ কিন্তু বর্তমানে গুগল এই সুবিধা চালু করেছে বাংলা সাইটের জন্য ৷ তাই আপনার যদি কোন বাংলা সাইট বা ব্লগ থাকে তাহলে আপনিও গুগল এডসেন্স একাউন্ট খুলে আয় করতে পারেন ৷ কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো -

কিভাবে Clixsense থেকে টাকা আয় করবেন






সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমরা সবাই কমবেশি ONLINE EARNING কথা শুনেছি । অনেকেই এই বিষয়ে অনেক সাইট এর কথা বলেছে।কিন্তু সবাই শুধু বলেছেন যাদের ওয়েব সাইট আছে তাদের নিয়ে। কিন্তু আমরা তো সবাই আর ওয়েব ডিজাইনার নই । তাই আমি আজ সকলের জন্যে এই পোস্ট টা করলাম 


Dolencer/skylencer এর কারনে বাংলাদেশ এর সবাই মনে করে PTC সাইট মানে ধোঁকা বাজি । কিন্ত না, শুধু ধৈর্য ধরে আসল সাইট চিনতে পারলে মাসে ২০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। কিন্তু সমস্যা হল আসল সাইট চিনা । কারন প্রতিদিন নতুন নতুন সাইট অনলাইন এ আসে। -১২ মাসের মধ্যে Scam করে চলে যায় । So নতুন সকল সাইট scam ধরে নিয়ে নতুন কোন সাইট এ কাজ করবেন না । যে সব সাইটের বয়স ৫ বছর শুধু সেই সব সাইট হল আসল সাইট। কারন যারা ৫ বছর যাবত কোন প্রকার ঝামেলা ছাড়া payment দিয়ে যাচ্ছে তারা scam হতে পারে না । আর যদি মনে করেন নিজে নিজে Google search করে সাইট বের না করে অভিজ্ঞ কার সহায়তা নিবেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন। 

কিভাবে You Tube থেকে আয় করা যায়







অনলাইনে ঘরে বসে আয় করার অনেক উপায় আছে। আজকে দেখাবো কিভাবে YouTube এ ভিডিও আপলোড করে টাকা আয় করা যায় । আপনিও খুব সহজেই YouTube থেকে টাকা উপার্জন করতে পারবেন।

কিভাবে ভিডিও বানাবেন:

আপনি দুইটি উপায়ে ভিডিও বানাতে পারবেন।
প্রথম: ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি,

দ্বিতীয়: কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ভিডিও Editing সফটওয়ার এর মাধ্যমে ভিডিও তৈরি।

জেনে নিন কিভাবে Facebook থেকে আয় করবেন







আজকে আমি দেখাব কিভাবে ফেসবুক এ লাইক ও টুইটার এ ফলোয়ার করে আয় করা যায়। অনেকেই ভাবতে পারেন আসলে কি ফেসবুক লাইক ও টুইটার ফলোয়ার করে আয় করা যায়? আমি বলতেছি হ্যা ভাই ১০০% আয় করা যায়।
আমি নিজে এই সাইট থেকে এখন পর্যন্ত অনেক টাকা আয় করেছি চাইলে আপনিও করতে পারেন। আপনি ইচ্ছে করলে প্রথম দিন থেকেই ১ ঘন্টা কাজ করে ১ ডলার আয় করতে পারেন।

দেখুন কিভাবে কাজ করবেন

১ম ধাপঃ রেজিষ্ট্রেশন এর জন্য প্রথমে এই লিঙ্ক এ যান এবং register লেখায় ক্লিক করুন।
www.likesplanet.com

২য় ধাপঃ প্রবেশ করার পর যে ফর্মটি আসবে সেটি পুরন করে রেজিষ্ট্রেশন এর কাজটি সম্পন্ন করে পুনরায় লগিন করুন।
বিঃদ্রঃ- Referral আপাতত না দিলে ও চলবে।

৩য় ধাপঃ এখন আপনার ফেসবুক একাউন্ট যুক্ত করুন আপনার লাইকপ্লানেট সাইটে। আপাতত আপনার কাজ শেষ। এখন কেবল আয় করার পালা।

৪র্থ ধাপঃ একই সাথে আপনার ফেসবুক আইডিতে এবং Likesplanet এ Login করুন। Earn Point/Money তে মাউস পয়েনটার রাখুন, Facebook > like page এ ক্লিক করুন। নুতন একটি পেজ আসবে এবং এতে অনেক ফেসবুক পেজ লিংক পাবেন যেগুলো আপনাকে লাইক করতে হবে । তবে আপনি চাইলে অন্য কাজও করতে পারেন। এভাবে লাইক করুন আর পয়েন্ট আয় করতে থাকুন। এখানে ৫০০০ পয়েন্ট হলে ১ ডলার।

এখানে যেসব কাজ পাবেন। যেমন : Facebook likes,
Photo/Post/album likes,
Website Share,
Followers,
Twitter tweets,
Youtube likes, dislikes,
Google Votes,
Linkdin share,
Website traffic,
Paid to DO Job ইত্যাদি কাজ করেও আপনি পয়েন্ট আয় করতে পারবেন।

বি:দ্র: তারাতারি কাজ করার জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করুন এবং ব্রাউজারের Load Image 'off' করে দিন।
Google Chrome এর Load Image Off করার জন্য--Settings > Options > Under The Hood > Content Settings > Image > Do not show any image ক্লিক করুন।

পেমেন্ট পদ্ধতি :
এই সাইট থেকে পেমেন্ট করে ২ টি মাধ্যমেঃ
১) Paypal
২) Payza

Minimum Payout :আপনি ২ ডলার হলেই payout করতে পারবেন।

Likesplanet থেকে মাসে রেফারেল এর মাধ্যমেও টাকা আয় করা যায়। এখানে নিজে লাইক করে আয় করবেন এবং অন্যকে referral করিয়ে Referral এর মাধ্যমে ৫০% আয় করতে পারবেন। আপনি আপনার Referral Link পাবেন > Earn Points/Money>Earn To Referral .
ধরুন আপনার ৩০ জন রেফার আছে এবং তারা প্রত্যকে প্রতিদিন ১০০০ পয়েন্ট মানে ০.২০ সেন্ট আয় করে তাহলে আপনি পাবেন ৩০×৫০০=১৫০০০ যা হবে ৩ ডলার (যেহেতু ৫০% রেফার ইনকাম তাই ১০০০ পয়েন্ট এর ৫০০ পরেন্ট আপনি পাবেন একজন রেফার থেকে)।
এভাবে করতে থাকলে প্রতি মাসে আপনার আয় হবে ৩০×৩=৯০ ডলার। যত বেশি রেফার তত বেশি আয়। ভাই কোনো ঝামেলা ছাড়া ৯০ ডলার আয় করতে পারলে খারাপ কি? পরবর্তিতে আরো বেশি ডলার কি করে আয় করা যায় তা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই ।