তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Showing posts with label ওয়েব ডিজাইন. Show all posts
Showing posts with label ওয়েব ডিজাইন. Show all posts

জেনে নিন কিভাবে নতুন সাইটের এসইও করতে হয়

 

এসইও হল যে পদ্ধতিতে আপনার ওয়েবসাইটের পেজকে একটা নির্দিষ্ট কি-ওয়ার্ড এর ভিত্তিতে সার্চের মাধ্যমে গুগল, ইয়াহু, বিং সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে প্রথম পর্যায়ে অবস্থান করানো হয়। কিন্তু বর্তমানে বেশিরভাগ অনলাইন মার্কেটগুলো গুগোল সার্চ রেজাল্টের অসাধারণ কিছু অ্যালগোরিদম এর জন্য গুগল সার্চ ইঞ্জিন কে টার্গেট করে এসইও করে থাকে। কারণ বর্তমানে গুগলেই সব থেকে বেশি সার্চ করা হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হল, সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় আনার জন্য একটা প্রযুক্তিগত কৌশল।

এসইও কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি৷ একক কোন কাজ নয় যে শুরু করলেন আর একঘণ্টা পর শেষ করে ফেললেন৷ এসইও ধীরে ধীরে করতে হয়৷ 

সাধারণত অন পেজ এসইও কয়েকটি ধাপে করতে হয়৷ যেমন: সাইটে সঠিক টাইটেল ট্যাগ ব্যবহার করতে হবে, এরপর সাইটে মেটা ট্যাগ যুক্ত করতে হবে, রোবোট ট্যাগ যুক্ত করতে হবে৷ সাইটের পারমালিংক সুন্দর মানানসই করতে হবে৷ সাইটে ফেভিকন যুক্ত করতে হবে৷ সম্ভব হলে ডিজাইন সুন্দর করতে পারেন৷ 

এরপর সাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে যেমন: গুগলে সাবমিট করতে পারেন, বিং, ইয়াহু তে সাবমিট করতে পারেন৷ সাইট সাবমিট করার পর সাইটকে ভেরিফাইড করাতে হবে সার্চ ইঞ্জিন দিয়ে৷ ভেরিফাইড হয়ে গেলে সাইটম্যাপ সাবমিট করতে হবে সার্চ কনসোলে৷ তার আগে নিজের সাইটেও সাইটম্যাপ ইনস্টল করে নিতে হবে৷ তাহলে সার্চ বোট সাইটম্যাপ সহজে খুজে পাবে৷ 

এগুলো গেল অন পেজ এসইও ৷ কিন্তু অফ পেজ এসইও আজীবন করতে হয়৷ এজন্য ব্যাকলিংক তৈরি করতে হবে বিভিন্ন সাইটে, ব্লগে, ফোরামে পোস্ট দিয়ে বা কমেন্ট করে৷ মনে রাখবেন যত বেশি ব্যাকলিংক তত বেশি ভিজিটর৷ সাথে সাথে নিজের সাইটেও অন্যের লিংক শেয়ার করতে হবে৷ ফলে গুগল সার্চ ইঞ্জিন মনে করবে আপনি মানুষকে দরকারি তথ্য দিয়ে সাহায্য করছেন৷ তাই গুগল আপনার সেই পোস্টকে ইনডেক্স করে নিবে ৷ 

যাইহোক, আশা করি এসইও সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন৷ এভাবে কাজ করতে থাকেন আর গুগলে এ সম্পর্কে খুজেন আরো অনেক তথ্য পেয়ে যাবেন৷ ধন্যবাদ৷  

কিভাবে ব্লগ পোস্টে কোড বক্স যুক্ত করে কোড দেখাবেন


আজকে দেখাবো কিভাবে ব্লগারে কোড বক্স যুক্ত করতে হয়? খুব দরকারি একটি পোস্ট ৷ যারা নিয়মিত ব্লগারে পোস্ট লিখেন তারা এটির ব্যবহার করে কোড দেখাতে পারবেন৷ 
আপনার ব্লগ পোস্টে কোড বক্স যুক্ত করে কোড দেখাতে চাইলে প্রথমে টেমপ্লেটে কোড বক্স যুক্ত করে নিতে হবে৷ এজন্য নিচের কোড কপি করে নিয়ে আপনার থিমের css অপশনে পেস্ট করে দিন৷ এজন্য  আপনি আপনার ব্লগে এ লগ ইন করে Dashboard এ যান ৷
* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
   ]]></b:skin> 
 
খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন ৷ তারপর Save এ ক্লিক করেন ৷ ব্যাস আপনার কাজ কমপ্লিট ৷  

 
.code { background:#f5f8fa; background-repeat:no-repeat; border: solid #5C7B90; border-width: 1px 1px 1px 20px; color: #000000; font: 13px 'Courier New', Courier, monospace; line-height: 16px; margin: 10px 0 10px 10px; min-height: 16px; overflow: auto; padding: 28px 10px 10px; width: 90%; } .code:hover { background-repeat:no-repeat; } 
তারপর যখন কোড দেখাবেন শুধু এভাবে লিখবেন 
 <div class ="code">
আপনার কোড
</div>
তাহলে যেকোন কোড প্রদর্শন করানো যাবে।

কিভাবে blogger এ Sign in page যুক্ত করবেন


আজকে দেখাবো কিভাবে blogger Sign in page বানাবেন ? আসলে blogger ব্লগের ডিফল্ট টেমপ্লেটে এই অপশন দেয়া থাকেনা ৷ তাই blogger এ যারা সাইট বানিয়েছেন তারা সাইটে Sign in করতে গেলে ব্লগারের মুল সাইটে প্রবেশ করতে হয় ৷ এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন করতে হয় ৷ কিন্তু আমি আজকে দেখাবো blogger এ Page সেকশনে Sign in বাটন যুক্ত করার নিয়ম ৷ যাই হোক এবার মুল আলোচনায় আসি ৷ Sign in form যুক্ত করার জন্য আপনাকে যা যা করতে হবে ৷

কিভাবে ব্লগার header কে দুটি অংশে ভাগ করবেন



আজকে দেখাবো কিভাবে আপনার ব্লগার ব্লগের হেডারকে দুটি অংশে ভাগ করবেন ৷ অর্থাৎ হেডারকে দুই ভাগ করে হেডারের ডান পাশে একটি সেকশন তৈরি করবেন ৷ এরপর ইচ্ছেমত কোন গ্যাজেট বা গুগল এডসেনস কোড বসাতে পারবেন ৷ এখানে ব্যানার এড দেখাতে পারবেন ৷ কিংবা গুগল কাস্টম সার্চ বক্স যুক্ত করতে পারবেন ৷ যাই হোক এবার মুল আলোচনায় আসি ৷

কিভাবে ব্লগে কাস্টম সার্চ বক্স (Custom search box) যুক্ত করবেন


আজকে শেয়ার করবো কিভাবে ব্লগে বা ওয়েব সাইটে একটি Custom search box (কাস্টম সার্চ বক্স) যুক্ত করবেন ৷
এজন্য যা আপনাকে করতে হবে
* প্রথমে ব্লগারে লগইন করুন ৷
* এরপর ড্যাশবোর্ড এর Layout ক্লিক করুন ৷
* এখন যে জায়গায় সার্চ বক্স যুক্ত করবেন সেখানে Add a gadget লেখায় ক্লিক করুন ৷