তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Showing posts with label ওয়েব ডিজাইন. Show all posts
Showing posts with label ওয়েব ডিজাইন. Show all posts

জেনে নিন কিভাবে নতুন সাইটের এসইও করতে হয়

 

এসইও হল যে পদ্ধতিতে আপনার ওয়েবসাইটের পেজকে একটা নির্দিষ্ট কি-ওয়ার্ড এর ভিত্তিতে সার্চের মাধ্যমে গুগল, ইয়াহু, বিং সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে প্রথম পর্যায়ে অবস্থান করানো হয়। কিন্তু বর্তমানে বেশিরভাগ অনলাইন মার্কেটগুলো গুগোল সার্চ রেজাল্টের অসাধারণ কিছু অ্যালগোরিদম এর জন্য গুগল সার্চ ইঞ্জিন কে টার্গেট করে এসইও করে থাকে। কারণ বর্তমানে গুগলেই সব থেকে বেশি সার্চ করা হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হল, সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় আনার জন্য একটা প্রযুক্তিগত কৌশল।

এসইও কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি৷ একক কোন কাজ নয় যে শুরু করলেন আর একঘণ্টা পর শেষ করে ফেললেন৷ এসইও ধীরে ধীরে করতে হয়৷ 

সাধারণত অন পেজ এসইও কয়েকটি ধাপে করতে হয়৷ যেমন: সাইটে সঠিক টাইটেল ট্যাগ ব্যবহার করতে হবে, এরপর সাইটে মেটা ট্যাগ যুক্ত করতে হবে, রোবোট ট্যাগ যুক্ত করতে হবে৷ সাইটের পারমালিংক সুন্দর মানানসই করতে হবে৷ সাইটে ফেভিকন যুক্ত করতে হবে৷ সম্ভব হলে ডিজাইন সুন্দর করতে পারেন৷ 

এরপর সাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে যেমন: গুগলে সাবমিট করতে পারেন, বিং, ইয়াহু তে সাবমিট করতে পারেন৷ সাইট সাবমিট করার পর সাইটকে ভেরিফাইড করাতে হবে সার্চ ইঞ্জিন দিয়ে৷ ভেরিফাইড হয়ে গেলে সাইটম্যাপ সাবমিট করতে হবে সার্চ কনসোলে৷ তার আগে নিজের সাইটেও সাইটম্যাপ ইনস্টল করে নিতে হবে৷ তাহলে সার্চ বোট সাইটম্যাপ সহজে খুজে পাবে৷ 

এগুলো গেল অন পেজ এসইও ৷ কিন্তু অফ পেজ এসইও আজীবন করতে হয়৷ এজন্য ব্যাকলিংক তৈরি করতে হবে বিভিন্ন সাইটে, ব্লগে, ফোরামে পোস্ট দিয়ে বা কমেন্ট করে৷ মনে রাখবেন যত বেশি ব্যাকলিংক তত বেশি ভিজিটর৷ সাথে সাথে নিজের সাইটেও অন্যের লিংক শেয়ার করতে হবে৷ ফলে গুগল সার্চ ইঞ্জিন মনে করবে আপনি মানুষকে দরকারি তথ্য দিয়ে সাহায্য করছেন৷ তাই গুগল আপনার সেই পোস্টকে ইনডেক্স করে নিবে ৷ 

যাইহোক, আশা করি এসইও সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন৷ এভাবে কাজ করতে থাকেন আর গুগলে এ সম্পর্কে খুজেন আরো অনেক তথ্য পেয়ে যাবেন৷ ধন্যবাদ৷  

কিভাবে ব্লগ পোস্টে কোড বক্স যুক্ত করে কোড দেখাবেন


আজকে দেখাবো কিভাবে ব্লগারে কোড বক্স যুক্ত করতে হয়? খুব দরকারি একটি পোস্ট ৷ যারা নিয়মিত ব্লগারে পোস্ট লিখেন তারা এটির ব্যবহার করে কোড দেখাতে পারবেন৷ 
আপনার ব্লগ পোস্টে কোড বক্স যুক্ত করে কোড দেখাতে চাইলে প্রথমে টেমপ্লেটে কোড বক্স যুক্ত করে নিতে হবে৷ এজন্য নিচের কোড কপি করে নিয়ে আপনার থিমের css অপশনে পেস্ট করে দিন৷ এজন্য  আপনি আপনার ব্লগে এ লগ ইন করে Dashboard এ যান ৷
* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
   ]]></b:skin> 
 
খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন ৷ তারপর Save এ ক্লিক করেন ৷ ব্যাস আপনার কাজ কমপ্লিট ৷  

 
.code { background:#f5f8fa; background-repeat:no-repeat; border: solid #5C7B90; border-width: 1px 1px 1px 20px; color: #000000; font: 13px 'Courier New', Courier, monospace; line-height: 16px; margin: 10px 0 10px 10px; min-height: 16px; overflow: auto; padding: 28px 10px 10px; width: 90%; } .code:hover { background-repeat:no-repeat; } 
তারপর যখন কোড দেখাবেন শুধু এভাবে লিখবেন 
 <div class ="code">
আপনার কোড
</div>
তাহলে যেকোন কোড প্রদর্শন করানো যাবে।

কিভাবে blogger এ Sign in page যুক্ত করবেন


আজকে দেখাবো কিভাবে blogger Sign in page বানাবেন ? আসলে blogger ব্লগের ডিফল্ট টেমপ্লেটে এই অপশন দেয়া থাকেনা ৷ তাই blogger এ যারা সাইট বানিয়েছেন তারা সাইটে Sign in করতে গেলে ব্লগারের মুল সাইটে প্রবেশ করতে হয় ৷ এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন করতে হয় ৷ কিন্তু আমি আজকে দেখাবো blogger এ Page সেকশনে Sign in বাটন যুক্ত করার নিয়ম ৷ যাই হোক এবার মুল আলোচনায় আসি ৷ Sign in form যুক্ত করার জন্য আপনাকে যা যা করতে হবে ৷

কিভাবে ব্লগার header কে দুটি অংশে ভাগ করবেন



আজকে দেখাবো কিভাবে আপনার ব্লগার ব্লগের হেডারকে দুটি অংশে ভাগ করবেন ৷ অর্থাৎ হেডারকে দুই ভাগ করে হেডারের ডান পাশে একটি সেকশন তৈরি করবেন ৷ এরপর ইচ্ছেমত কোন গ্যাজেট বা গুগল এডসেনস কোড বসাতে পারবেন ৷ এখানে ব্যানার এড দেখাতে পারবেন ৷ কিংবা গুগল কাস্টম সার্চ বক্স যুক্ত করতে পারবেন ৷ যাই হোক এবার মুল আলোচনায় আসি ৷

কিভাবে ব্লগে কাস্টম সার্চ বক্স (Custom search box) যুক্ত করবেন


আজকে শেয়ার করবো কিভাবে ব্লগে বা ওয়েব সাইটে একটি Custom search box (কাস্টম সার্চ বক্স) যুক্ত করবেন ৷
এজন্য যা আপনাকে করতে হবে
* প্রথমে ব্লগারে লগইন করুন ৷
* এরপর ড্যাশবোর্ড এর Layout ক্লিক করুন ৷
* এখন যে জায়গায় সার্চ বক্স যুক্ত করবেন সেখানে Add a gadget লেখায় ক্লিক করুন ৷

কিভাবে ব্লগার ব্লগে সাইন আপ (Sign Up) পাতা যুক্ত করবেন

কেমন আছেন আপনারা ? অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম ৷ আসলে ব্যাস্ত থাকার কারনে লেখা হয় না ৷ কিন্তু আজকে অনেক ব্যস্ততার পরেও নতুন কিছু তুলে ধরবো ৷ আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে সাইন আপ পেজ যুক্ত করবেন ? আসলে ব্লগার ব্লগে এই অপশন যুক্ত করার জন্য কোন গ্যাজেট দেয়া থাকেনা ৷ তাই রাইটাররা সহজে ব্লগের সদস্য হতে পারে না ৷ এজন্য আমি নিয়ে আসলাম এই অপশন ৷ যাদের দরকার জেনে নিতে পারেন এই কোড ৷

কিভাবে ব্লগার ব্লগে Sign in পাতা (Page ) যুক্ত করবেন

আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে সাইন ইন পেজ যুক্ত করবেন ? আসলে ব্লগার ব্লগের ডিফল্ট টেমপ্লেটে এই অপশন দেয়া থাকেনা ৷ তাই ব্লগার সাইটে সাইন ইন করতে গেলে ব্লগারের মুল সাইটে প্রবেশ করতে হয় ৷ এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন করতে হয় ৷ কিন্তু আজকে দেখাবো ব্লগার ব্লগে পেজ সেকশনে সাইন ইন বাটন যুক্ত করার নিয়ম ৷

কিভাবে ব্লগ পোস্টে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন




আজকে শেয়ার করব খুব দরকারী একটি পোস্ট । আর সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টে প্রিন্ট আইকন যুক্ত করবেন ?
আজকাল প্রায়ই অনলাইন পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখতে পাই । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্ট অপশন চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি করা যায়?
এজন্য আপনি আপনার ব্লগে লগইন করে Dashboard যান

কিভাবে ব্লগারে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন





কেমন আছেন আপনারা ? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজার একটি পোস্ট আর তা  হলো  কিভাবে আপনি আপনার ব্লগে  প্রিন্ট বাটন যুক্ত করবেন ? কারন আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে দেখা যায় এই খবরটি প্রিন্ট করুনবা একটি প্রিন্টারের ছবি আর এই  ছবি বা লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে  তখন আমরা সেই পোস্টটি সহজেই প্রিন্ট করতে পারি । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?

কিভাবে ব্লগার ব্লগে পিডিএফ (PDF) বাটন যুক্ত করবেন





কেমন আছেন আপনারা সবাই ? আজকে জানাবো কিভাবে আপনার সাইটের কোন লেখা পিডিএফ আকারে সেভ করে রাখবেন ৷ আর পরে আপনি যেকোন সময় সেটা পড়তে পারবেন ৷ কারন অনেক সময় দরকারি কিছু তথ্য পেতে বার বার অনলাইনে যেতে হয় ৷ কিন্তু যদি সেটা ভিজিটরকে পিডিএফ আকারে সেভ করার সুযোগ করে দেই তাহলে সাইট ভিজিট কম হলেও ভিজিটরের সময় এবং MB দুটোই বাঁচলো ৷ এতে ভিজিটরের কিছুটা হলেও উপকার হলো ৷
তাই কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি ৷

কিভাবে ব্লগার পোস্টে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন




আজকে শেয়ার করব মজার একটি পোস্ট । আর তা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টে প্রিন্ট বাটন যুক্ত করবেন ?

আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখা যায় । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?


এজন্য আপনি আপনার ব্লগে লগইন করে Dashboard এ যান ৷

* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।

ব্লগারে সহজে যুক্ত করে নিন প্রিন্ট (Print) বাটন

আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখা যায় । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?


কিভাবে ব্লগার ব্লগে মোট পোস্ট ও কমেন্ট সংখ্যা দেখাবেন



আজ একটি নতুন গেজেট (Widget) নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগে ভিজিটররা মোট কতগুলো মন্তব্য করেছেন তা দেখা যাবে।
যাই হোক এবার কাজের কথায় আসি ৷

কিভাবে ব্লগার থেকে পোস্ট কপি করা বন্ধ করবেন






বর্তমানে কপি পেস্ট ব্যাপারটা একটা কমন সমস্যা হয়ে দাড়িয়েছে ৷ কারন অলসতার কারনে কেউ আর নিজে কষ্ট করে পোষ্ট লিখেনা বা সময়ের অভাবে লেখা হয় না ৷ অথচ কপি পেস্ট করে সহজেই সেটা করা যায় ৷ কিন্তু এতে সমস্যা হচ্ছে আপনি অনেক কস্ট করে একটা কনটেন্ট লিখলেন আর অন্য জন সেটা কপি করে তার নিজের নামে চালিয়ে দিল ৷ এতে আপনার কষ্ট, শ্রম, দুটোই অন্য জন নিয়ে নিল ৷ তাই আজকের টিপস কিভাবে আপনি আপনার ব্লগের বা সাইটের লেখা কপি হওয়া রক্ষা করবেন ৷
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক -

কিভাবে ব্লগার ব্লগে Sharing button যুক্ত করবেন






আজকে শেয়ার করবো দরকারি একটি টিপস ৷ কিভাবে আপনি আপনার সাইটে সামাজিক শেয়ার বাটন যোগ করবেন ৷ আসলে যারা নিয়মিত ব্লগিং করেন তাদের জন্য শেয়ারিং বাটন পোস্টের নিচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা থাকলে একদিকে যেমন ব্লগের সৌন্দর্য বাড়ে অন্যদিকে প্রচুর নতুন ভিজিটর পাওয়া যায় যদি সেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় ৷
তো কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসি ৷

* প্রথমে আপনি আপনার ব্লগার একাউন্টে সাইন ইন করুন ৷ এবার ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ৷
*এখন Edit HTML লেখায় ক্লিক করুন ৷

* এবার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগটি খুজুন ৷

কিভাবে ব্যান্ড (Banned) হওয়া সাইট রিকোভার করবেন






আজকের টিপস কিভাবে আপনি গুগল কর্তৃক ব্যান হওয়া সাইটকে আবার গুগল ইনডেক্স এ নিয়ে আসবেন ৷ অর্থাৎ আপনার সাইট যদি গুগল সার্চ ইঞ্জিনের ব্লাক লিষ্টে ঢুকে যায় তাহলে তা কিভাবে আবার রিকোভার করে ইনডেক্স করাবেন ৷ কারন আপনার সাইট ব্লাক লিষ্টে ঢুকে গেলে আপনি ভিজিটর হারাবেন আর এতে অনেক ক্ষতি হয়ে যাবে ৷

সবার আগে নিচের লিংক থেকে জেনে নিন আপনার সাইটে কি ধরনের সমস্যা হয়েছে যার কারনে গুগল ব্যান্ড করে দিল বা ব্লাকলিষ্টে ঢুকালো ৷

https://sitecheck.sucuri.net



কিভাবে blogger ব্লগে navbar মুছে ফেলবেন







আজকে শেয়ার করব এই দরকারি টিপ্সটি। যারা নিয়মিত ব্লগার এবং blogger.com এ ব্লগ আছে তাদের জন্য এই পোস্ট।

ব্লগার ব্লগ থেকে নাভবার মুছে ফেলতে আপনাদের যা যা করতে হবে --

* প্রথমে blogger.com যান এবং লগ ইন করুন।

* এবার ড্যাশবোর্ড থেকে Template লেখায় ক্লিক করুন।

* এবার Edit HTML লেখায় ক্লিক করুন।

* এখন নিচের কোডটুকু খুজুন
]]></b:skin>

* কোডটি খুজে পেলে ঠিক তার উপরে নিচের CSS code টুকু পেস্ট করে দিন।

#navbar { height: 0px; visibility: hidden; display: none;}
#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none;}


* এখন “Save Template” লেখায় ক্লিক করুন।

তাহলে navigation bar আপনার ব্লগ থেকে remove হয়ে যাবে।

যাই হোক পরবর্তীতে আপনারা যদি আবার Navbar দেখাতে চান তাহলে কেবল উপরের CSS কোডটা রিমুভ করে দিন এবং সেভ করুন।

ব্যাস কাজ শেষ। এভাবে আপনি আপনার ব্লগ থেকে নাভবার দূর করতে কিংবা ফিরে আনতে পারবেন।


কিভাবে আপনার ব্লগে Color Code generator tool যুক্ত করবেন




আজকে দেখাবো মজার এই টিপস । আমরা যারা ব্লগে কাজ করি তাদের অনেক সময় বিভিন্ন কালারের প্রয়োজন পড়ে । বিশেষ করে যারা ওয়েব ডিজাইন এর কাজ করে তাদের তো সবসময় দরকার । কিন্তু এত কোড  কারো পক্ষেই মনে রাখা সম্ভব নয় । তাই এই টিউনটির মাধ্যমে আপনারা আপনাদের ব্লগে  Color Code generator যুক্ত করতে পারবেন ।

আপনারা এই টুলটি আপনাদের ব্লগে ইচ্ছে মত জায়গায় বসাতে পারবেন, পোস্ট পেজে কিংবা পেজ আকারে । যাই হোক যেখানেই বসান কোডটুকু বসার আগে HTML অপশন ক্লিক করবেন । অর্থাৎ পেজ আকারে দেখাতে চাইলে New page ক্লিক করার পর পেজের নাম লিখে বিষয় বস্তু লেখার আগে  HTML ক্লিক করবেন  । তারপর  নিচের কোড টুকু পেস্ট করে পাবলিশ করবেন ।


কিভাবে Blogger এ Scrolling Back To Top বাটন যুক্ত করবেন





আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আমাদের অনেকরই এক বা একাধিক ব্লগ আছে। আর নিজেদের ব্লগটা আরেকটু সুন্দর করার জন্য আমরা সকলেই প্রতিনিয়ত চেষ্টা করি। আজকে আমি কিভাবে Blogger এ Back to top ওয়েডগেট যুক্ত করতে হয় সেটাই শেয়ার করব।
যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। প্রথমে বলে রাখি Back to top বাটন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ব্লগ পেজ বা পোস্ট দেখতে দেখতে একদম নিচে নামার পর আবার স্ক্রল করে উপরে উঠতে ঝামেলা মনে হয় । তাই এই বাটনটি যুক্ত করার ফলে আপনার ব্লগ ভিজিটররা সহজভাবে শুধু বাটনটিতে ক্লিক করেই উপরে উঠতে পারবে ।
 আর উইজেটও আপনার ব্লগকে আরও সুন্দর করবে। এজন্য যা যা করতে হবে ।


কিভাবে Blogger template থেকে widget মুছে ফেলবেন






আজকে দেখাব কিভাবে টেমপ্লেট থেকে ওয়েডগেট ডিলিট করবেন বা মু্ছে ফেলবেন ।
এ টিপসটি তখনই দরকার পড়বে যখন আপনি টেমপ্লেট রিমুভ করার কোন অপশন পাবেন না ।

এজন্য আপনাকে যা যা করতে হবে-

1) আপনার  Blogger এ লগইন করে Layout ক্লিক করুন ।
2) এবার যে ওয়েডগেট ডিলিট করতে চান তার  Edit  অপশন এ ক্লিক করুন ।
3) এখন নিচের মত একটি ছবি দেখতে পাবেন ।