তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Showing posts with label মোবাইল ফোন. Show all posts
Showing posts with label মোবাইল ফোন. Show all posts

চেক ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তুলবেন যেভাবে

 



আপনি কি সোনালী ব্যাংকের গ্রাহক? আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন? কিন্তু ব্যাংকে আসার সময় চেকে আনতে ভুলে গেছেন৷ অথবা আপনি জেলা শহরে বিশেষ কাজে গেছেন৷ হঠাৎ আপনার টাকার প্রয়োজন কিন্তু সাথে চেক নেই যে ব্যাংক থেকে তুলবেন৷ এরকম পরিস্থিতিতে একটাই সমাধান সোনালী ই- ওয়ালেট৷ 

আজকাল কমবেশি  সবাই অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করেন৷ আর এই ফোন সাথে থাকলে অনেক দরকারি কাজ করা যায় নিমিষেই, বিশেষ করে ব্যাংক লেনদেন করা যায় নিজে বাসা থেকেই৷

আমরা যারা শিক্ষক আছি তারা সবাই প্রতি মাসে সোনালী ব্যাংকের মাধ্যমে বিল বেতন গ্রহণ করি৷ আমাদের প্রতি মাসের প্রয়োজনের অতিরিক্ত টাকা আমরা  একাউন্টেই রাখি৷ আর সে টাকা ম্যানেজমেন্ট আমরা ফোনেই করতে পারি, যেমন ব্যালেন্স চেক করা, অন্য ব্যাংকে ট্রান্সফার, বিকাশে ট্রান্সফার, ডিপিএস প্রদান- এ রকম আরো অনেক সেবা আমরা আমাদের হাতের মুঠোয় করতে পারি ৷ এজন্য দরকার সোনালী ই-ওয়ালেট নামক অ্যাপ্লিকেশন যা প্লেস্টোরে পাওয়া যায়৷ 

যাই হোক, এবার মূল কথায় আসি৷ আজকে জানবো কিভাবে চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করবেন কোন রকম খরচ ছাড়াই?

এজন্য আপনার ফোনে সোনালী ই-ওয়ালেট ইনস্টল করতে হবে৷ অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপের মাধ্যমে আপনাকে একাউন্ট সংক্রান্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপর আপনার ব্যাংকের শাখায় যোগাযোগ করে আপনার নিবন্ধনটি  অনুমোদন করে নিতে হবে৷ তাহলেই আপনার কাজ শেষ৷ এর পর থেকে আপনি সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে চেক ছাড়াই টাকা তুলতে পারবেন৷ 

কিভাবে টাকা উত্তোলন করবেনঃ

১. সোনালী ব্যাংকের যে কোন শাখায়  QR code টানিয়ে রাখা আছে।

২. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার করে ব্যাংক একাউন্ট থেকে ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন।

৩. এখন QR code স্ক্যান করে ক্যাশ আউট করুন।

৪. ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার। (কোন কোন শাখায় একটা সাদা স্লিপ দেয় যেটা পূরণ করে জমা দিতে হবে)

৫. এবার ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ গ্রহন করুন।

কত সহজ একটি বিষয় যা আমরা ব্যবহার করতে জানি না৷ 


সোনালী ই- ওয়ালেটে যে সকল সুবিধা গ্রাহক পাবেনঃ

১. কোন চেক লাগবে না৷

২. আপাতত কোন চার্জ নেই৷

৩. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন৷

৪. ২ মিনিটেই ক্যাশ হাতে পাবেন৷ 

৫. সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই৷ 

৬. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চে টাকা পাঠাতে পারবেন৷

৭. বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে ২ মিনিটেই টাকা ট্রান্সফার করতে পারবেন৷ 

৮. ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা সেন্ড করতে পারবেন৷

৯. আপনার মোবাইলে টপআপ বা ফ্লেক্সিলোড করতে পারবেন৷ 

১০. অ্যাপ থেকে নতুন চেক বইয়ের আবেদন করতে পারবেন৷ 

১১. ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন৷ 

১২. ব্যাংক লেনদেনের  মিনি স্টেটমেন্ট দেখতে পাবেন৷ 

ধন্যবাদ পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য৷ 

কিভাবে আপনার গ্রামীণ সিম থেকে অন্যের মোবাইলে ফ্লেক্সিলোড করবেন



আজকে দেখাবো কিভাবে আপনার জিপি সিম থেকে অন্য জিপি সিমে টাকা পাঠাবেন ? এটা বিকাশ একাউন্টে নয় সরাসরি সিমের ব্যালেন্স এ যোগ হয়ে যাবে ৷ অর্থাৎ আপনার জিপি সিম থেকেই আপনি ফ্লেক্সিলোড করে টাকা অন্য জিপি সিমে পাঠাতে পারবেন ৷ আর এই সুবিধা পাবেন সেই সব সিমের গ্রাহক যারা এক বছরের বেশি সময় ধরে সংযোগটি ব্যবহার করতেছেন এবং ৬০০ টাকার বেশি টকটাইম খরচ করেছেন ৷

কিভাবে জানবেন আপনার ফোনটি আসল নাকি নকল


আপনার মোবাইল ফোনটি অবৈধ না বৈধ  তা যাচাই করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি একটি নতুন পদ্ধতি চালু করেছেন ৷ নতুন এ পদ্ধতিতে অবৈধ মোবাইল ফোন শনাক্ত কিংবা নকল আইএমইআই নম্বর চিহ্নিত করা যাবে। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (BMPIA) এর  উদ্যোগে এই ডাটাবেজ নির্মিত হয়েছে।

আপনার মোবাইল ফোনটি অবৈধ কিনা তা যাচাই করার জন্য  প্রথমে আপনার ফোন সেটের IMEI বের করতে হবে। এটি আপনি মোবাইল ফোনের সঙ্গে থাকা প্যাকেটে বা সেটের কাভার বা ব্যাটারি খুললে পেতে পারেন।

জেনে নিন একাদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের মোবাইল নাম্বার



বর্তমান যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। কিন্তু প্রয়োজনের সময় কাঙ্খিত ব্যক্তির ফোন নাম্বার না থাকলে আমরা  অসহায় বোধ করি। তাই প্রয়োজনের কথা বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের নাম ও মোবাইল নাম্বার দেয়া হলো । তবে আপনাদের প্রতি বিণীত অনুরোধ প্রয়োজন ছাড়া নিজ এলাকার সাংসদদেরকে ফোন দিবেন না। কারণ রাষ্ট্রীয় কাজে তাদের সবসময় কোন না কোন কাজে ব্যস্ত থাকতে হয়।

কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন



সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ৷ আজকে আপনাদের সামনে হাজির হলাম নুতন দরকারি একটা টিপস নিয়ে ৷ আমরা সবাই বিদ্যুৎ ব্যবহার করি ৷ আর মাসের শুরুতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় ৷ কিন্তু বিল দিতে গিয়ে লম্বা লাইন খেটে মেজাজ খারাপ হয়ে যায় ৷ তাই আজকে দেখাবো কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন ৷
এজন্য আপনি যে মাসের বিল পরিশোধ করবেন সেই বিলের পরিমাণ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। তাহলে  আপনি নিজের ফোন থেকে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন


সবাইকে হালকা শীতের অামেজে লাল গোলাপের শুভেচ্ছা ৷ আজকে আপনাদের সামনে হাজির হলাম নুতন দরকারি একটা টিপস নিয়ে ৷ আজকে দেখাবো কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন ?

১। প্রথমে আপনার মোবাইলে *247# ডায়াল করুন।

কিভাবে নেটওয়ার্ক ছাড়াই মোবাইল ফোনে কল করবেন




গ্রাম-গঞ্জে, পাহাড়ি বা দূর্গম এলাকায় অনেক সময় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যায়না। ফলে কথা বলতে বা ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা ফেস করতে হয়। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বেরিয়েছে।

নেটওয়ার্ক ছাড়াই মোবাইল ফোনে কল করা, কল ধরা বা ইন্টারনেট ব্যবহারের বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাতের ‘থুরায়া’ নামের একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষ ধরনের একটি অ্যাডাপ্টর ও অ্যাপ তৈরি করেছে, যা অ্যান্ড্রয়েড ফোনকে স্যাটেলাইট ফোনে রুপান্তর করবে। থুরায়া তাদের অ্যাডাপ্টারটি বাজারে ছেড়েছে।

কিভাবে এন্ড্রয়েড ফোন ভাইরাস মুক্ত রাখবেন



আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকি তাদের কমন সমস্যা হচ্ছে ভাইরাস। এটি এমন একটি জিনিস যা অ্যান্ড্রয়েড ফোনকে আস্তে আস্তে ধংস করে ফেলে। আবার ভাইরাসের জন্য পছন্দের অ্যান্ড্রয়েড ফোনটি অত্যন্ত স্লো হয়ে যায়। তাই আজকের টিপস- কিভাবে  অ্যান্ড্রয়েড ফোনকে ভাইরাস মুক্ত রাখবেন ?

জেনে নিন স্মার্ট ফোন স্লো হয়ে যাওয়ার কারন ও প্রতিকার






সবাইকে বসন্তের আগমনে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিপস ৷ কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় কনকনে শীতে জড়োসরো হয়ে ছিলেন ৷ আর বসন্ত আসতেই এখন ফুরফুরে হয়ে গেলেন ৷  যাই হোক আমিও ফুরফুরে মেজাজ নিয়ে বসে গেলাম আজকের টিপস লিখতে ৷ আজকে লিখছি আপনার প্রিয় স্মার্ট ফোন ব্যবহার করতে করতে অনেক স্লো হয়ে গেছে ৷ কিন্তু কেন এমন হলো তা খুজে পাচ্ছেন না ৷ ভাবছেন নকল ফোন সেট কিনেছেন ? না এই সমস্যাটা হতে পারে আপনার ফোন ব্যবহারের ত্রুটির কারণেও। তাই জেনে নিন দৈনন্দিন জীবনে আপনার কোন কোন অভ্যাসগুলোর কারনে আপনার প্রিয় স্মার্টফোনটি স্লো হয়ে যাচ্ছে।

বজ্রপাতের সময় ওয়াই-ফাই সংযোগ বন্ধ রাখবেন কি না







আমাদের আধুনিক যুগে জীবনযাপন করতে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে প্রকৃতির সঙ্গে। এখন যেহেতু সর্বত্র ছোয়া লেগেছে প্রযুক্তির ছোয়া তাই জীবনযাপনে ও অপরিহার্য হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তি ৷ আমাদের নিত্য দিনের সাথী হয়েছে মোবাইল ফোন, টিভি, ইন্টারনেট সংযোগ ৷ তাই খেয়াল রাখতে হচ্ছে সেদিকেও।

সিম ক্লোনিং কি এবং এর থেকে বাঁচার উপায়






আজকের আয়োজন সিম ক্লোনিং কি এবং এবং করণীয় ? কেমন আছেন আপনারা ? নিশ্চয়ই ভাল আছেন ৷ ধারাবাহিক টিউনের আজকের পর্বে থাকছে সিম ক্লোনিং কি, কিভাবে হয়, হলে সমস্যা কি এবং কিভাবে এর থেকে নিজেকে রক্ষা পাবেন ?

সিম ক্লোনিং কি ?
সাধারণত একটি সিম এর নং কপি করে যদি অন্য কেউ নতুন সিম বানিয়ে ব্যবহার করে থাকে তাকে সিম ক্লোনিং বলে ৷ অর্থাৎ একই নং দুইজন ব্যবহার করে থাকে ৷ এক্ষেত্রে সিমের আসল মালিক এবং ক্লোনকারী উভয়ের হাতে একই ফোন নং সম্বলিত সিম থাকে ৷

► ১- কিভাবে বুঝবেন আপনি সিম ক্লোনের শিকার ?

একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।

কিভাবে অন্যের ইন্টারনেট ব্যালেন্স দিয়ে আপনার ফোনে ইন্টারনেট চালাবেন






আজকে মজার একটা বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কিভাবে অন্যের সিমের ইন্টারনেট মেগাবাইট আপনার ফোনে ব্যবহার করবেন। খুব সহজ একটা ট্রিক্স। আপনার বন্ধু বা আত্নীয়ের ফোনে ইন্টারনেট ব্যালেন্স আছে। কিন্তু আপনার ফোনে টাকা বা মেগাবাইট কোনটাই নেই। তাতে কি হয়েছে, আপনার বন্ধুর ফোনের মেগাবাইট দিয়ে আপনার ফোনে চলবে ইন্টারনেট। দেখুন কিভাবে চালাবেন?

যে মোবাইলে মেগাবাইট ব্যালেন্স আছে সেটি হাতে নিন। এরপর -

* Menu থেকে Settings -এ যান।

* তারপর যান More Settings এ।
এরপর Wireless & Network অপশনে যান।
* এবার দেখুন Tethering and portable hotspot নামে একটা অপশন পাবেন।

জেনে নিন কিভাবে মোবাইল রেডিয়েশন থেকে বাঁচবেন






মোবাইল থেকে বেরোয় নানা ক্ষতিকর রশ্মি যার বিকিরণে শরীরে নানা খারাপ প্রভাব পড়ে। সেই মুহূর্তেই আমরা তা বুঝতে না পারলেও এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। তাই আজকের পোস্ট, কীভাবে মোবাইল ব্যবহার করেও আপনি এইক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও নিজেকে মুক্ত রাখতে পারবেন।

বুক পকেটে মোবাইল নয়:
অনেকেই বাসে বা ট্রেনে পকেটমার থেকে বাঁচতে মোবাইল বুক পকেটে রাখেন যা কখনই করা উচিত নয়। এর ক্ষতিকর বিকিরণ সরাসরি হার্টের ক্ষতি করে।

কিভাবে জানবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে






আপনার জাতীয় পরিচয়পত্র বা NID এবং আঙুলের ছাপ ব্যবহার করে অন্য কেউ বাড়তি সিম নিবন্ধন করে নিয়েছে কি না তা কিভাবে জানবেন? আপনার নামে কোন কোম্পানির কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে, তা আপনি সহজেই জানতে পারবেন। এখন পর্যন্ত চারটি মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে। একজনের আঙুলের ছাপ একাধিকবার নিয়ে গোপনে অন্যজনের সিম নিবন্ধন হয়েছে, এমন খবর প্রকাশের পর গ্রাহকদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরই মোবাইল অপারেটর কোম্পানিগগুলো এক এনআইডির অধীনে কতগুলো সিম নিবন্ধন হয়েছে, তা গ্রাহকদের মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে। যারা এই SMS এখনো পাননি, তাঁরা চাইলেই SMS কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন।

জেনে নিন পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ফোন খুলবেন কিভাবে



আপনার প্রিয় মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। আপনার ছোট্ট ভাই - বোন কিংবা ছেলে - মেয়ের হাত থেকে রক্ষা করতে। অথবা আপনার বন্ধু- বান্ধব যাতে কোন এপ্লিকেশন এ ঢুকতে না পারে । এজন্য বেছে নিয়েছেন প্যাটার্ন লক, আই লক, ফিঙ্গার প্রিন্ট ইত্যাদি বহুবিধ নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এতসব পাসওয়ার্ড কিংবা প্যটার্ন লকের মধ্যে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তখন কী করবেন আর ফোনটাই বা খুলবেন কীভাবে ? জেনে নিন এর সমাধান।

১. প্রথমে আপনার স্মার্টফোনটির সুইচ অফ করুন।

২. এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন একসঙ্গে প্রেস করুন (একেক সেটে একেক রকম। সবগুলো বাটন চেপে যাচাই করবেন)।

৩. এবার wipe data/factory reset বাটন প্রেস করুন এবং yes প্রেস করুন।

তবে মনে রাখবেন, এই অপশন সিলেক্ট করা মাত্র আপনার ফোন মেমরির সমস্ত ডাটা, মোবাইল নম্বর ইত্যাদি ডিলিট হয়ে যাবে।

৪. এরপর আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। এবার আপনি নিজের ইচ্ছে মতো ফোন আনলক
করতে পারবেন।

৫. এবার নিজের ইচ্ছে মতো প্যাটার্ন লক দিয়ে ফোনকে সুরক্ষিত রাখুন।

ভালো থাকবেন সবাই।


কিভাবে জানবেন আপনার সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে কি না








যারা সিম নিবন্ধন করেছেন তারা কি নিশ্চিত ভাবে জানতে পেরেছেন যে আপনার সিমটি সফলভাবে নিবন্ধিত হয়েছে। নাকি দোকানে বা কাস্টোমার কেয়ারের লোকদের কথা শুনে নিশ্চিত হয়েছেন? না, আপনার সিমটি নিবন্ধন করার পরও কিন্তু সেটি সফল নাও হতে পারে। তাই চলুন জেনে নিই আপনার প্রিয় সিমটির নিবন্ধন সফল হয়েছে কিনা?

কিভাবে Android Phone এর RAM বাড়াবেন




আজকে যে বিষয়টি শেয়ার করবো তার মাধ্যমে আপনি আপনার মোবাইলের RAM প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে নিতে পারবেন । ফলে আপনার মোবাইল এর গতি অনেক বেড়ে যাবে, আপনি অনেক বড় বড় এপ্স ইন্সটল করতে পারবেন।
এই পদ্ধতিতে RAM বাড়ানোর জন্য আপনার ডিভাইস Swap File Supported হতে হবে, না হলে RAM বাড়ানো যাবে না।

RAM বাড়ানোর জন্য যা যা লাগবেঃ
১ টি Class 8/10 Micro SD Card,
Busy Box Pro,
RAM Expender,
তবে অবশ্যই আপনার ডিভাইসটি Root করা হতে হবে।

♣ প্রথমে Busy Box Pro অ্যাপটা ডাউনলোড করে আপনার ডিভাইসে ইন্সটল করে Open করুন। Open হবার পর Install লেখা অপশন পাবেন, সেখানে টাচ করুন।
♣ এরপর Install Type অপশন থেকে Normal Install এ ক্লিক করুন,
♣ Super User Permission চাইলে Grant/Accept করুন।
♣ Install করা শেষ হলে বের হয়ে আসুন ।
♣ এখন Ram Expender ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করুন।
♣ Super User Permission চাইলে Grant/Accept করুন।

ধাপ-১:
এখানে Swap File লেখা অপশনে ক্লিক করুন, একটা বক্স আসবে। এখানে কত MB RAM বাড়াতে চান তা লিখুন।

আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয়, খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না। অর্থাৎ, আপনার সেটের RAM যদি 512MB হয় তাহলে আপনি 512MB / 1GB RAM বাড়াতে পারবেন। তবে সমান সমান করাই ভাল।

ধাপ-২:
Swappiness লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে 50 লিখুন।

ধাপ-৩:
Min Free KB লেখায় ক্লিক করলে যে বক্সটা আসবে সেখানে 1 থেকে 20 যা ইচ্ছা দিন। তবে 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে।
এবার অ্যাপটির উপরে Swap active লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে, তাই কিছুক্ষন অপেক্ষা করুন।

কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে। Swap File তৈরির আগে অ্যাপটির Settings এর SD Card Directory তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে অ্যাপটিনিজেই Directory তৈরি করে নিবে স্বয়ংক্রিয় ভাবে।
যাই হোক, Close করে বের হয়ে যান। এখন Notify Icon ও Autorun অপশন দুটিতে টিক চিহ্ন দেন। কাজ শেষ।

তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর RAM Expender Open করে Swap Active লেখায় টিক চিহ্ন দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।

অ্যাপটি Open করলে,অ্যাপটির নিচের দিকে গ্রাফ আকারে RAM Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে।Swap RAM কত আর কতটুকু খালি আছে । সবশেষে মোট RAM কত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।

তবে Class 8/10 Memory Card ছাড়া RAM বাড়ানো যাবে না, আর বাড়িয়ে ওতেমন কোন লাভ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।

কিভাবে আপনার হারানো Android phone টি খুজে পাবেন

আজকে শেয়ার করব মজার এই টিপসটি। কারন আজকাল কমবেশি সবার এন্ড্রোয়েড ফোন আছে। আর পছন্দের ফোনটি হারিয়ে গেলে খারাপ তো লাগবেই। কিন্তু চিন্তার কোন কারন নাই। এজন্য Google-এর দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, Google-এ সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের হুদিশ। এজন্য ১. Google সার্চে গিয়ে নিজের জি-মেল অ্যাকাউন্টে সাইন ইন করুন। ২. তারপর Google সার্চ-এ লিখুন, ‘Where is my phone’। ৩. একটি ম্যাপ আসবে। ম্যাপের ওপরে বাঁ দিকে আপনার ফোনের মডেল নম্বর লেখা থাকবে। ৪. Google আপনার ফোনের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে লোকেশন। ৫. তারপর দুটি অপশন আসবে। একটি অপশন রিং করার জন্য, অপরটি লক করার জন্য। রিং করার অপশনে ক্লিক করলে আপনার ফোনে টানা ৫ মিনিট রিংটোন বাজবে। আর লক অপশনে ক্লিক করলে মুহূর্তে আপনার ফোনটি লকড হয়ে যাবে। এরপরেও ফোনটি খুঁজে না পেলে থানায় রিপোর্ট করাই শ্রেয়। মনে রাখবেন, Google-এর এই পরিষেবা শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই পাবেন। আইফোন বা মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য নয়।

OTG কি এবং এটি কি কাজে ব্যবহার হয়



OTG মানে on the go যেহেতু USB ব্যবহার করা হয় এতে তাই একে USB On The Go ও বলা যায় OTG ফাংশন সম্বলিত ফোন যদি আপনার  OTG ব্যবহার করে ফোনের সাথে Keyboard, Mouse, Pendrive, Card Reader সহজেই ব্যবহার করতে পারবেন

ফোনের ছোট কীবোর্ড ব্যবহার করতে ভালো লাগে না ? OTG  দ্বারা খুব সহজেই ফোনের সাথে কীবোর্ড বা মাউস ব্যাবহর করতে পারবেন এছাড়াও স্টোরেজ নিয়ে সমস্যা অনেকেরই কম স্টোরেজের কারনে বড় মুভি রাখতে পারেন না মোবাইল এ তাই পেনড্রইভ এ মুভি রাখেন usb দিয়ে পেনড্রাইভ মোবাইল এ কানেক্ট করেন অতঃপর তা মোবাইলেই দেখতে পারবেন ! তাই মূলত ষ্টোরেজ সমস্যার সমাধান করে OTG । 

আরেকটা কথা, কিছু Device OTG ব্যবহার করে আপনার ফোনকে Power Bank হিসেবে ব্যবহার করতে পারবেন হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছেযেমন স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-বোর্ড,মাউস,হার্ডড্রাইভএবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন কিন্তু কথা হল সব স্মার্টফোন বা ট্যাবলেট কিন্তু OTG সাপোর্টেড নয় সেক্ষেত্রে আপনার ডিভাইসটি OTG সাপোর্টেড কিনা তা জানার জন্য ডিভাইসটির স্পেসিফিকেশন চেক করাই যথেষ্ট শুধুমাত্র OTG সাপোর্ট থাকলেই চলবে না এইসুবিধা ব্যবহার করার জন্য আপনার প্রয়োজনহবে একটি ভাল OTG ক্যাবলের বর্তমানে বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস দোকানে এই OTG ক্যাবল পাওয়া যায় 

 এখন আরেকটি বিষয় যা মনে রাখতে হবে তা হল আপনি যদি আপনার স্মার্টফোন বা  ট্যাবলেটের সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চানতাহলে আপনাকে কিছু অ্যাপ ব্যবহার করতে হতে পারে… ( যেমন – USB Host Controller)

OTG ব্যবহার করে আপনি যা যা করতে পারবেন-USB OTG এর সাহায্যে আপনি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে বিভিন্ন পেরিফেরাল ডিভাইসযেমন মাউস,কী-বোর্ড ইত্যাদি যুক্ত করে আপনার ডিভাইসটি নিয়ন্ত্রন করতে পারবেন

এছাড়া OTG এরমাধ্যমে আপনি আপনার ডিভাইসের সাথে বিভিন্ন স্টোরেজ ডিভাইস,যেমন- হার্ডড্রাইভ,পেনড্রাইভইত্যাদি যুক্ত করতে পারবেন শুধু তাই নয় আপনার ডিভাইসে একটি ফাইল ম্যানেজার ব্যবহার করে এইস্টোরেজ ডিভাইস গুলো থেকে ডাটা আদান প্রদান করতে পারবেনসেই সাথে এই এক্সটারনাল স্টোরেজ ডিভাইস গুলো থেকে গান বা মুভি প্লে করতে পারবেন

কিভাবে Grameen sim এ ballance transfer করবেন

প্রথমে আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে REG লিখে 1000 নং এ পাঠিয়ে দিন। এবার একটু অপেক্ষা করুন। আপনি একটি PIN Code এর মেসেজ পাবেন। সেটি সেভ করে রাখুন ! এবার Balance Transfer করতে আপনার মোবাইলের Massage Option এ গিয়ে লিখুন BTR PIN Code Mobile No Amount তারপর Send করুন 1000 নাম্বারে। যেমন: BTR 1234 01712345678 50 এবং পাঠিয়ে দিন 1000 নাম্বারে। বিঃদ্রঃ খেয়াল রাখবেন আপনি ৫০ থেকে ৯৯ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন ! আর এই পিন কোডটি যেন অন্য কেউ না জানে। জানলে সে গোপনে আপনার একাউন্ট হতে টাকা সরিয়ে নিতে পারবে।