আমরা অনেকেই কোন পরিকল্পনা ছাড়াই হার্ড ডিস্কে তথ্য রাখি এলোমেলোভাবে। তাই হার্ড ডিক্স ভরে যেতে বেশি দেরি হয় না। যখনই হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ ভরে যায় তথনই উইন্ডোজ Low disk Space মেসেজটি দেখায়, যা খুবই বিরক্তিকর । তাই আসুন আজকে কিভাবে এই Low disk Space মেসেজটিকে বন্ধ করতে পারি সেটা নিয়ে লিখছি ।
এজন্য আপনাকে যা যা করতে হবে-
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার HKEY_CURRENT_USER >> Software >> Microsoft >> Windows >> CurrentVersion >> Policies >> Explorer এ যান ।
৩। এবার সেখানে NoLowDiskSpaceChecks নামে কোন ডিওয়ার্ড ভ্যালু আছে কিনা সেটা দেখুন । যদি না থাকে তাহলে খালি অংশে মাউসের রাইট বাটন ক্লিক করে NoLowDiskSpaceChecks নামে একটি ডিওয়ার্ড ভ্যালু তৈরি করে নিন ।
৪। এবার ডিওয়ার্ড ভ্যালুটির উপর ডাবল ক্লিক করে মাণ ১ (এক)সেট করে দিন ।
৫। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন । এরপর থেকে Low disk Space মেসেজটি আর আপনাকে ডিস্টার্ব করবে না ।
তো আজকে আর কথা বাড়াচ্ছি না । ভাল থাকবেন সবাই
কিভাবে windows এর Low disk Space মেসেজ আসা বন্ধ করবেন
Tags
# কম্পিউটার
previous Article
জেনে নিন ইংরেজি সাত বারের নাম কিভাবে এল (origin history of 7days)
Next Article
The Prescribed Leave Rules 1959 অনুযায়ী বিভিন্ন ধরনের সরকারি ছুটি
কম্পিউটার
Category
কম্পিউটার