আজকে পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস দুর করার উপায় লিখবো, এ জন্য আপনাকে যা যা করতে হবে :
১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
২. এবার run এ গিয়ে cmd লিখে ইন্টার দিন।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।
কিভাবে সহজে পেনড্রাইভ থেকে শর্টকার্ট ভাইরাস দুর করা যায়
Tags
# কম্পিউটার
previous Article
Pen drive থেকে শর্টকার্ট ভাইরাস রিমুভ করবেন যেভাবে
Next Article
ডাউনলোড করুন জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গেজেট
জেনে নিন ওয়াইফাই (WIFI) এর ক্ষতিকর দিক সমূহ কি কি Feb 20, 2019
কি বোর্ডের ফাংশন কি (function key) এর ব্যবহারDec 20, 2018
Category
কম্পিউটার