বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সাহারা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব। বাবা-মা ডাকতেন খোকা বলে। খোকার শৈশবকাল কাটে টুঙ্গি-পাড়ায়।
১৯২৭ঃ...
Showing posts with label সাধারন. Show all posts
Showing posts with label সাধারন. Show all posts
দলিল বলতে যে কোন চুক্তির লিখিত ও আইনগ্রাহ্য রূপ বোঝায়। কিন্তু বাংলা ভাষায় সম্পত্তি, বিশেষ করে জমি-জমা ক্রয়-বিক্রয়, বণ্টন এবং হস্তান্তরের জন্য লিখিত যে বিশেষ কাগজ তাই হচ্ছে ‘দলিল’ ৷ দলিলের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকে যেমন-
(ক) সম্পত্তির বর্ণনা,
(খ) দাতার পরিচয়,
(গ) গ্রহিতার পরিচয়,
(ঘ)...
বই হচ্ছে মানুষের পরম বন্ধু ৷ বই মনের খোরাক যোগায় ৷ বই পড়ে কেউ অানন্দ পায় ৷ কেউ পুরনো স্মৃতিকে স্মরন করে ৷ কেউবা সময় কাটায় ৷ কেউ জ্ঞান অর্জন করে ৷ আবার কেউ বই পড়ে নিজেকে সাহিত্যিক হিসেবে গড়ে তোলেন ৷ আর তাইতো জাতীয় কবি বলেছেন,
"রুচিমত ফুরিয়ে যাবে,
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে ৷
কিন্তু বই অনন্ত যৌবনা, যদি সে রকম...
20
Sep
আজকের টিপস বাংলাদেশ ও বিশ্বের মধ্যে আইটি সেকশনে কখন কোন টেকনোলজি বা প্রযুক্তি আবিস্কৃত হয়েছে ৷ এসব তথ্য অনেকেই জানেন ৷ আমার পোস্ট যারা জানেন না তাদের জন্য এবং যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাজে আসবে ৷ তাই শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন ...
28
Aug
চাকুরী ২৫ বছর হলে আপনি আপনার পেনশনের ৯০ শতাংশ পাওনাদার হবেন। নতুন জাতীয় গেজেট ২০১৫ অনুযায়ী চাকুরী ৫ বছর হলে আপনি পেনশনের আওতায় আসবেন। আর আপনি তখন মোট পেনশনের ১৮% প্রাপ্ত হবেন। তবে ৫ বছরের নীচে চাকুরী কাল হলে আপনি কোন পেনশন পাবেন না। আর এক্ষেত্রে আর্থিক সহযোগীতা হিসেবে কেবল তিন মাসের মূল বেতনের সমপরিমান টাকা...