তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

কিভাবে Facebook থেকে মুছে ফেলা ছবি ও মেসেজ উদ্ধার করবেন






আজকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ম্যাসেজ, পোস্ট বা ছবি ফিরে পাবেন।
আপনি যখন কোনো কিছু ফেসবুকে থেকে ডিলিট করেন তখন সেটি ফেসবুকের Archive এ জমা হয়ে থাকে । আর আপনি খুব সহজেই সেখান থেকে আর্কাইভ ফোল্ডারটি ডাউনলোড করে নিতে পারেন। এজন্য

১. প্রথমে Facebook এর Settings গিয়ে General অপশনে ক্লিক করুন।

২. General Settings অপশনটি ওপেন হবার পর নিচের দিকে দেখতে পাবেন Download a copy of your Facebook data!
এই লেখাটিতে ক্লিক করুন।

৩. Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি Start My Archive লেখাটি দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন। এবার ফেসবুক সিকিউরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড চাইবে। তাই সঠিকভাবে আইডি পাসওয়ার্ড বক্স পুরন করে সাবমিট করুন।

জেনে নিন আপনার Facebook Profile কে কে Visit করেছে


আজ  দেখবো কিভাবে জানা যায় কে কে আপনার ফেসবুক প্রোফাইল দেখেছিল। আর এর মাধ্যমে আপনি সেই সব বন্ধুদের চিনতে পারবেন যারা আপনার প্রোফাইল দেখেছিলো । চলুন কাজটি কিভাবে করতে হবে দেখে নেওয়া যাক।


* প্রথমে ফেসবুকে লগইন করুন।

* টাইমলাইনে রাইট ক্লিক করুন। ‘view page source’সিলেক্ট করুন।

* কোডে ভরা একটা পেজ খুলবে। বিভ্রান্ত হবেন না। আপনি ঠিক পথেই এগোচ্ছেন।

* কিবোর্ডে CTRL+F প্রেস করুন।

* পেজের ডান দিকে যে সার্চ বক্স খুলবে সেখানে টাইপ করুন  InitialChatFriendsList

* InitialChatFriendsList-এর পাশে নম্বরের একটা তালিকা দেখতে পাবেন।

* যাঁরা আপনার টাইমলাইন ভিজিট করেছেন, তাঁদের আইডি’র তালিকা আসবে।

* আইডিগুলোর যে কোন একটি কপি করে নিন এবং ব্রাউজারে আলাদা একটি ট্যাব খুলুন  ।

* এখন আপনার টাইমলাইন ভিজিট করেছে, তা নিশ্চিত করতে অ্যাড্রেস বারে টাইপ করুন:
facebook.com/তারপরে এখানে আইডি দিন। 

এবার ইন্টার মারলেই আপনার ভিজিটরের পেজে ল্যান্ড করবেন। আর দেখতে পাবেন কে আপনার প্রোফাইল ভিজিট করেছে ।

ঠিক একই ভাবে, এক একটি কোড কপি করে তার প্রোফাইল দেখে নিন, ধন্যবাদ।



Facebook এ কিভাবে নিজের Timeline এ অন্যের post দেওয়া বন্ধ করবেন

অনেক সময় ফেসবুকে নিজের টাইমলাইনে অন্য কেউ কিংবা friend সার্কেল পোস্ট লিখে ! এর মধ্যে কেউ ফাজলামি করে কিংবা বাজে পোস্ট ও করে ! এতে অন্যান্যরা খারাপ মনোভাব পোষন করে ! তাই আজকে এ থেকে পরিত্রানের উপায় বলে দিচ্ছি
প্রথমে আপনার ফেসবুক প্রফাইলে লগ ইন করুন !
এরপর profile থেকে আপনি Settings & Privacy তে যান! এরপর Timeline and Tagging এ ক্লিক করুন ! এখন Who can post on your timeline? লেখায় ক্লিক করুন ! এবার Only Me করে দিন ! ব্যাস কাজ শেষ ! এখন থেকে আর কেউ আপনার টাইমলাইন এ পোস্ট করতে পারবে না !

কিভাবে Facebook এ friend request block থাকার পরও রিকুয়েস্ট পাঠাবেন

অনেক সময় অনেকের ফেসবুকে Friend Requesut Block হয়ে যায় আর সেজন্য Request পাঠাতে পারে না ! আজকে এ সমস্যা সমাধানের উপায় বলে দিচ্ছি.... যাকেrequest পাঠাবেন তার ফেইসবুকে ভেরিফাই করা Email ID অথবা ফোন নং collect করুন। তারপর নিচের এই লিঙ্কে যান- http://facebook.com /invite.php প্রথম বক্সে তার Email id অথবা ফোন নং দিন। দ্বিতীয় বক্সে কিছু বলার থাকলে লিখতে পারেন। অতঃপর invite এ ক্লিক করুন, তাহলে কিছু সময়ের ভিতর তার কাছে Friend Request চলে যাবে। এভাবে email অথবা ফোন নং জানা থাকলে আপনি রিকুয়েস্ট পাঠাতে পারবেন ||

কিভাবে facebook id কে page এ রুপান্তর (convert) করবেন

ফেসবুক প্রোফাইলকে পার্সোনাল পেজ এ কনভার্ট করার নিয়মঃ
*প্রথমে আপনার ফেসবুকে লগিন করে নীচের লিংকে যান https://www.facebook.com/pages/create.php?migrate
*এর পরে আপনার পছন্দ মত একটি ক্যাটাগরি সিলেক্ট করুন ।
*সকল প্রয়োজনীয় ইনফর্মেশন ফিল আপ করে create এ ক্লিক করলেই ফেসবুক আইডি পেজ এ কনভার্ট হয়ে যাবে !
*এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে একাউন্ট টিকে পেজ এ মাইগ্রেট করবেন সেটি আর কখনই পুনরায় প্রোফাইল এ ফিরিয়ে আনতে পারবেন না। তাই পেজ এ কনভার্ট করার আগে আপনার যাবতীয় ছবি, স্ট্যাটাস এর ব্যাকআপ রেখে দিন।