আমরা যখন SEO নিয়ে কাজ করি তখন কতগুলো বিষয়ের উপর প্রাধান্য দিয়ে তা করা হয়| এগুলো না করলে ভাল ফল পাওয়া যায়না | যেমন
১.ওয়েব সাইটের টাইটেল,
২.ওয়েব সাইটের ডেসক্রিপশন,
৩.ওয়েব সাইটের মেটা ট্যাগ,
৪.ওয়েব সাইটের সাইট ম্যাপ,
৫.ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল,
৬.ওয়েব সাইটে ব্যবহৃত ছবিগুলোর অল্টার ট্যাগ,
৭.ওয়েব সাইটে ব্যবহৃত ছবিগুলোর ক্যাপশন,
৮.সার্চ ইন্জিনে সাবমিট ইত্যাদি।
এই বিষয়গুলো নিশ্চিত করে ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের কাছে দৃষ্টিগোচর করার কাজটিই এসইও’র মূল কাজ হিসেবে বিবেচিত হয়।
Tags
# এসইও
previous Article
অনপেজ অপটিমাইজেশন কাকে বলে (defination of On page optimazation)
Next Article
কী-ওয়ার্ড (Keyword) কি ?
অনপেজ এসইও করতে কী কী বিষয় জানা জরুরীMay 01, 2021
জেনে নিন কিভাবে নতুন সাইটের এসইও করতে হয়Jan 26, 2021
SEO এর জন্য যে Point গুলো জরুরীFeb 05, 2014
Category
এসইও