Bkash হচ্ছে মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে নিমিষেই টাকা পাঠানোর একটি সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি।
বিকাশ ব্যবহারের সুবিধাগুলো কি কি ?
১) সেকেন্ডের মধ্যে বাংলাদেশের যে কোন স্হানে টাকা পাঠানো কিংবা গ্রহন করা যায়।
২) ঢাকা সহ দেশের বিভিন্ন স্হানে দোকান থেকে কেনা-কাটা করা যায়।
৩) আপনার যদি দোকান থাকে তাহলে আপনিও ক্রেতাদের কাছ থেকে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করতে পারবেন।
৪) কিছু কিছু অনলাইন শপিং মলে Bkash এর মাধ্যমে পেমেন্ট করা যায় |
৫) এর মাধ্যমে ফ্লেক্সিলোড করা যায়|
Bkash কি এবং কেন ব্যবহার করবেন ?
Tags
# মোবাইল ফোন
চেক ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তুলবেন যেভাবে Sept 22, 2023
কিভাবে জানবেন আপনার ফোনটি আসল নাকি নকলJan 31, 2019
Category
মোবাইল ফোন